Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মুম্বাই-চেন্নাই সহ সমস্ত দলকে হুঁশিয়ারি হার্দিক পান্ডিয়ার, নতুন দল বলে ছোট ভাববেন না গুজরাটকে

মাঠে নামার আগেই শুরু হয়ে গেল আইপিএলের লড়াই। আইপিএলের মেগা আসর শুরু হতে বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এরইমধ্যে পুরনো দলগুলিকে সাবধান করলেন হার্দিক পান্ডিয়া। তিনি সরাসরি বলেন,…

Avatar

মাঠে নামার আগেই শুরু হয়ে গেল আইপিএলের লড়াই। আইপিএলের মেগা আসর শুরু হতে বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এরইমধ্যে পুরনো দলগুলিকে সাবধান করলেন হার্দিক পান্ডিয়া। তিনি সরাসরি বলেন, আইপিএলে যুক্ত হওয়া দুটি নতুন দলকে কখনো হালকা ভাবে নেবেন না। পুরনোকে হারিয়ে ইতিহাস গড়ার ক্ষমতা রয়েছে এই দল দুটোর। হার্দিক পান্ডিয়ার সতর্কবার্তা থেকে বাদ পড়েনি পাঁচবারের শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স কিংবা চারবারের শিরোপাজয়ী চেন্নাই সুপার কিংস।

আইপিএলের ১৫তম আসরে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়েন্টস নামে দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে আইপিএলের আসরে। আপনাদের জানিয়ে রাখি, নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স তাদের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে, অন্যদিকে লখনউ সুপার জায়ান্টসের নেতা হয়েছেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল। আইপিএলের মেগা নিলাম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যেখানে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি একের পর এক তারকা ক্রিকেটার নিয়ে দল সাজিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আগামী ২৬ মার্চ আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। তার আগেই নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্সের অধিনায়কের গর্জন রীতিমতো প্রতিফলিত হচ্ছে ক্রিকেট বিশ্বে। এক নজরে দেখে নিন, আসন্ন মেগা আসরে গুজরাট টাইটান্সের অবস্থান কোন গ্রুপে-

গ্রুপ:-এ-গ্রুপ: মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস।

গ্রুপ-বি: চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স।

About Author