Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঊর্বষী রাউতেলাকে উপহার পাঠালেন হার্দিক পান্ড্য? সম্পর্ক নিয়ে গুঞ্জন

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল একজন অলরাউন্ডার হার্দিক পান্ড্য। হার্দিক পান্ড্য বলিউড অভিনেত্রী ঊর্বষী রাউতেলাকে একটি কুকুরছানা উপহার হিসেবে দিয়েছেন বলে জল্পনা উঠেছে। সেই নিয়ে হার্দিকের সাথে উর্বষীর সম্পর্ক নিয়ে…

Avatar

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল একজন অলরাউন্ডার হার্দিক পান্ড্য। হার্দিক পান্ড্য বলিউড অভিনেত্রী ঊর্বষী রাউতেলাকে একটি কুকুরছানা উপহার হিসেবে দিয়েছেন বলে জল্পনা উঠেছে। সেই নিয়ে হার্দিকের সাথে উর্বষীর সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে।

গত শুক্রবার উর্বষীর একটি কমেডি সিনেমা পাগলপন্তী মুক্তি পেয়েছে। পাগলপন্তী তে ঊর্বষী ছাড়াও রয়েছেন জন আব্রাহাম, আরশাদ ওয়ার্সি, পুলকিত সম্রাট ও কৃতি খরবান্দা। সেই উপলক্ষে শুভেচ্ছা জানায় হার্দিক। সম্প্রতি ঊর্বষী সোশ্যাল মিডিয়ায় একটি কুকুরছানা কোলে ছবি শেয়ার করে। অপরদিকে হার্দিক ও একইরকম একটি কুকুরছানা সহ ছবি শেয়ার করেন। তাই প্রশ্ন উঠেছে হার্দিক কি ঊর্বষীকে কুকুরছানা উপহার দিয়েছেন??

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ঊর্বষী যদিও এই উপহার সম্পর্কে কিছু জানাননি। কিন্তু একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানায় ঊর্বষীর পশুপাখির সখ আছে জেনে হার্দিক এই কুকুর ছানাটি উপহার হিসেবে দিয়েছেন। এর আগেও ২০১৮ সালে দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। তাই এই উপহার দেওয়ার পর সেই গুঞ্জন আরও জোরালো হলো।

About Author