Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Tea Leaves For Hair: নিমেষেই চুল হবে কালো, রান্নাঘরের এই জিনিস দিয়েই সমস্যার সমাধান

বর্তমান যুগের মানুষের কাছে পাকা চুল একটা বড় সমস্যা। তবে শুধুমাত্র বড়রা নন, ছোটরাও এখন এই সমস্যায় ভুক্তভোগী। অনেকসময় এই পাকা চুলের কারণেই মানুষের সামনে কাউকে কাউকে লজ্জায় পড়তে হয়।…

Avatar

বর্তমান যুগের মানুষের কাছে পাকা চুল একটা বড় সমস্যা। তবে শুধুমাত্র বড়রা নন, ছোটরাও এখন এই সমস্যায় ভুক্তভোগী। অনেকসময় এই পাকা চুলের কারণেই মানুষের সামনে কাউকে কাউকে লজ্জায় পড়তে হয়। এই সমস্যা অনেকসময় অনেকের কাছে অনেক বড় হয়ে দাঁড়ায়। তবে এই সমস্যার সমাধান রয়েছে সকলের রান্নাঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যেই।

চা আমরা সকলেই কমবেশি খেয়ে থাকি। তবে এই চা’ই যে পাকা চুলের মতো সমস্যার সমাধান হতে পারে, তা জানেন না অনেকেই। সেই পুরনো আমল থেকে এই পদ্ধতি ব্যবহার করেন আমাদের ঠাকুমা দিদারা। তবে বর্তমানে সেসব অতীত হয়েছে। এখন চুল কালো করার জন্য অনেক ধরনের ব্র্যান্ডের রং ব্যবহার করে থাকেন মানুষ, যার মধ্যে থাকে অনেক রাসায়নিক উপাদানও। খুব স্বাভাবিকভাবেই যা অনেকসময় মানুষের ত্বকের ক্ষতি করে থাকে। যার জন্য বিভিন্ন সময় ইনফেকশন হয়। তবে এই সমস্তকে দূরে রেখেও পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

• সমাধান:
১) প্রথমে একটি পাত্রে জল গরম করে তার মধ্যে ৫ চা চামচ চা পাতা দিতে হবে। চা পাতার বদলে টি-ব্যাগও এবার যেতে পারে। সেক্ষেত্রে ৬’টি টিব্যাগ প্রয়োজন হবে। জলের মধ্যে চা পাতা কিংবা টিব্যাগ যাই দেওয়া হোক না কেন সেটি ভালো করে গ্যাসে ফুটিয়ে নিতে হবে।
২) এরপর সেটি নামিয়ে একেবারে ঠান্ডা করে নিতে হবে।
৩) ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটি চুলে লাগিয়ে ৪৫ মিনিটের জন্য ছেড়ে দিতে হবে।
৫) ৪৫ মিনিট পার হয়ে গেলে হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে নিতে হবে।

এই পদ্ধতি যদি প্রয়োগ করা হয় তাহলে দেখা যাবে চুল কিছুটা হলেও কালো হয়ে গিয়েছে।
তবে এর থেকেও চুলের রঙ গাঢ় করতে চাইলে-
১) ২-৩ চামচ কফি পাউডার ঐ চা পাতার সাথে ফুটন্ত জলে দিয়ে দিতে হবে। সেটি ১৫ মিনিট ধরে ফোটাতে হবে গ্যাসে।
২) এরপর সেটি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
৩) ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেটি চুলে লাগিয়ে ৩০ মিনিটের জন্য ছেড়ে দিতে হবে।
৪) চুল শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে সেটি ধুয়ে নিতে হবে। তবে সঙ্গে সঙ্গে শ্যাম্পু না দেওয়াই শ্রেয়, কারণ শ্যাম্পু দিলে চুলের রঙ আবারো হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

About Author