কেয়া সেন : ছোটদের ছবি খুব বেশি হয়না টলিউডে। আক্ষেপ ছিল সিনেপ্রেমীদের। তবে নন্দিতা-শিবপ্রসাদ জুটির মাত্র দুটি ছবি রামধনু ও হামি মন ভালো করে দিয়েছিল দর্শকদের। লাল্টু-মিতালীর পাশাপাশি, ভুটু ও চিনির টক-ঝাল-মিষ্টি রসায়ন বেশ পছন্দ করেছিলেন দর্শকরা।
চলতি বছরে সেই ছোটদের ছবির দর্শকদের জন্যই সুখবর নিয়ে এলেন উইন্ডোজ প্রোডাকশন। একজোড়া নতুন ছবিতো বটেই, এবার ছোটদের জন্য নতুন একটি প্ল্যাটফর্ম নিয়ে এলেন পরিচালক জুটি, হামি ফিল্মস। যেখানে থাকবে ছোটদের ছবি, ফিকশন শো, ওয়েব সিরিজ ও আরো কত কি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowচমক রয়েছে আরো।হামি ফিল্মসের লঞ্চে প্রথমবার সান্তার লুকে হাজির হয়েছিলেন বুম্বা দা,ছোট থেকে বড় গিফ্ট দিলেন সকলকে, আর ঘোষণা করলেন তার পরবর্তী ছবির কথা। শুনেনিন আপনারাই।
২০২০ ও ২০২১ এর বড়দিনে আসতে চলেছে জুনিয়র পন্ডিত ও জুনিয়র কমরেড এই দুটি ছবি।
পরিচালকের আসনে অবশ্যই থাকছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্রকাশ্যে এসেছে ছবি অ্যানিমেটেড পোস্টার। এখন তাই শুধুই অপেক্ষা ছবির প্রথম ঝলকের।