Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral Video: বিয়ের মন্ডপে উদ্দাম নাচ বরের, লোকজন বললেন বউ পালিয়ে যাবে তো!

ভারতের বিয়ের অনুষ্ঠান মানেই একটা বিরাট বড় অনুষ্ঠান। অতিথি থেকে শুরু করে সবাই এই অনুষ্ঠানে দারুন ভাবে আনন্দ করেন এবং নবদম্পতিকে আশীর্বাদ করেন। এই কারণেই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর…

Avatar

ভারতের বিয়ের অনুষ্ঠান মানেই একটা বিরাট বড় অনুষ্ঠান। অতিথি থেকে শুরু করে সবাই এই অনুষ্ঠানে দারুন ভাবে আনন্দ করেন এবং নবদম্পতিকে আশীর্বাদ করেন। এই কারণেই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়। বিয়ের অনুষ্ঠানে অতিথিদের নাচের ভিডিও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেতে দেখা যায়। তবে, সাধারণত বর কিংবা বউয়ের নাচ খুব একটা বেশি দেখা যায় না। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এরকমই একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বিয়ের বরকে দেখা যাচ্ছে দুরন্তভাবে দারুন স্টাইলে নাচ করতে। বর নিজেই সোজা ডিজে ফ্লোরে গিয়ে জোরদার নাচ করেছেন এই অনুষ্ঠানে। বরের উদ্যমী পারফরম্যান্স দেখে অবাক হয়েছেন ব্যবহারকারীরা। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি হয়েছে দারুন জনপ্রিয়।

কাহো না প্যার হ্যায় ছবির গানে দারুন নাচ বরের

এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে বর ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির ‘অ্যায় পেয়ার কি ইয়ে রুত’ গানে জোরদার নাচ করছেন। ব্যাপক স্টাইলে ও এনার্জি নিয়ে বরের নাচ দেখে সেখানে উপস্থিত লোকজনও হাততালি দিতে থাকে। পাশে দাঁড়িয়ে থাকা কনেকেও নাচতে দেখা যায়। ভিডিওটিতে বরের নাচকে বেশ উপভোগ করতে দেখা গেছে লোকজনকে। এই ভিডিওটিও ইনস্টাগ্রামে খুব দ্রুত ভাইরাল হচ্ছে। এটি @p_r_i_n_c_e_09242 নামের পেজে শেয়ার করা হয়েছে। ভিডিওটি দেখার পরে, অনেকেই মনে করছেন এই নাচের ভিডিও খুবই ভালো। তবে আবার অনেকে মনে করছেন, এরকম ভাবে নাচ করার বিশেষ কোনো দরকার ছিল না। মানুষ এই ভিডিওতে ব্যাপক মন্তব্য করছেন।

ভাইরাল হয়েছে ভিডিও

ভিডিওটি instagram এ ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই বহু মানুষ নিজেদের মন্তব্য করেছেন কমেন্ট বক্সে। ব্যবহারকারীরা বরের এই দুর্দান্ত নাচ দেখে অবাক হয়ে গেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, বর তো একেবারে ঝড় তুলে দিয়েছে। আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ওরে ভাই, এ কী দেখলাম… এমন নাচ দেখে তো বউ পালিয়ে যাবে। তৃতীয়জন লিখেছেন – ছেলেটিকে টিক টকার মনে হচ্ছে। অনেক ব্যবহারকারী বরের এই নাচটি বেশ পছন্দ করছেন। আবার অনেকে এই নাচ একটা পছন্দ করেননি। তাহলে সব মিলিয়ে এই ভিডিওটি প্রশংসাও পেয়েছে আবার ট্রোলের মুখোমুখিও হয়েছে।
About Author