Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নেশা ও পেশা এক হয়ে গেছে, সবুজ ধানের ক্ষেতে তৈরি হয়েছে সুন্দর গণপতি

কেউ আঁকেন খাতায়-কলমে কেউ মূর্তি গড়েন ভাস্কর্যে। কিন্তু অভাবের তাড়নায় যার হাতে মা-বাবা তুলে দিতে পারেনি দামী দামী রংপেন্সিল কিংবা দামী ভাস্কর্য সামগ্রী তার জন্য কি তার শিল্প সত্তা মুছে…

Avatar

কেউ আঁকেন খাতায়-কলমে কেউ মূর্তি গড়েন ভাস্কর্যে। কিন্তু অভাবের তাড়নায় যার হাতে মা-বাবা তুলে দিতে পারেনি দামী দামী রংপেন্সিল কিংবা দামী ভাস্কর্য সামগ্রী তার জন্য কি তার শিল্প সত্তা মুছে যাবে? কিন্তু না তেমনটা হয়নি।

এক দরিদ্র কৃষক।ধান উৎপাদন করে যার সংসার চলে। সে ধান খেতেই তিনি ফুটিয়ে তুলেছেন তার শিল্প সত্তা কে। ধান ক্ষেতের মধ্যে তৈরি করেছেন গণেশের শয়নরত অবয়ব।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নেশা ও পেশা কোথাও যেন একাকার হয়ে গেছে। সবুজ ধানের ক্ষেতে তৈরি হয়েছে সুন্দর গণপতি। গণপতি মূর্তির অবয়ব এখানে শয়ন রত। নিখুঁতভাবে পরিকল্পনা করে গণেশের আকারের ধান বুনন করে, এই মূর্তির অবয়বটি তৈরি করা হয়েছে। এগুলোই প্রমাণ করে প্রতিভা যেকোনো জায়গাতেই বিকশিত হতে পারে। এই সমস্ত প্রতিভা সবার কাছে পৌঁছে যাওয়ার একমাত্র মাধ্যম এখন সোশ্যাল মিডিয়া। তাইতো ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে গেছে।

About Author