সম্প্রতি মুকেশ আম্বানির জিও তার গ্রাহকদের ফ্রি ভয়েস কলিং দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। জিও এর গ্রাহকদের এখন অন্য নেটওয়ার্কে কল করতে হলে তাদের পছন্দের প্রিপেড প্ল্যান গুলির সাথে ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত আইইউসি টপ আপ প্ল্যান রিচার্জ করতে হচ্ছে। এছাড়াও জিও এর প্রিপেড প্ল্যানগুলিতে এসেছে পরিবর্তন যার ফলে আগের তুলনায় গ্রাহকদের এই প্রিপেড প্ল্যানগুলি কিনতে আরো বেশি টাকা বহন করতে হচ্ছে। তবে এবারে গ্রাহকদের খুশি করার জন্য সস্তায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এলো জিও।
আগে জিও এর ১৪৯ টাকার প্ল্যানে ২৮ দিনের বৈধতায় পাওয়া যেতো ফ্রি ভয়েস কলিং, প্রতিদিন ১০০ টা করে এসএমএস এবং সাথে ১.৫ জিবি ডেটা। তবে অন্য নেটওয়ার্কে ফ্রি ভয়েস কলিং তুলে দেওয়ার পর গ্রাহকদের কিছুদিন আগে পর্যন্ত ১৪৯ টাকার প্রিপেড প্ল্যানের সাথে তাদের পছন্দসই আইইউসি টপ আপ প্ল্যান রিচার্জ করতে হচ্ছিলো। তবে ক্রেতাদের জন্য এবার ১৪৯ টাকায় এলো বাম্পার অফার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : আগামি ৩০ শে নভেম্বর থেকে LIC এর ঠিক কত গুলো পলিসি বন্ধ হতে যাচ্ছে দেখেনিন?
এবার থেকে ১৪৯ টাকার সাথে আলাদা ভাবে প্রিপেড প্ল্যান রিচার্জ না করলেও চলবে ক্রেতাদের।এখন থেকে ১৪৯ টাকার প্রিপেড প্ল্যানে থাকছে জিও থেকে জিও নেটওয়ার্কে ফ্রি কল।এছাড়া অন্য নেটওয়ার্কে ৩০০ মিনিট পর্যন্ত কল করার সুযোগ দেওয়া হচ্ছে এই প্ল্যানে। এছাড়া সাথে রয়েছে দিনে ১.৫ জিবি করে ডেটা এবং ১০০ টা এসএমএস ব্যবহারের সুযোগ। এই প্ল্যান ২৪ দিনের জন্য বৈধ থাকবে।