দেশনিউজ

বড় ঘোষণাঃ দীপাবলির আগেই ব্যাঙ্কে টাকা!

Advertisement
Advertisement

গত মাস থেকে বিএসএনএল কর্মীদের মাইনে বন্ধ। এই উৎসবেও নিঃস্বহাত কেন্দ্রীয় সরকারি সংস্থার কর্মীদের।তবে এবার তার অবসান ঘটতে চলেছে।

Advertisement
Advertisement

শেষ পর্যন্ত বিএসএনএল-এর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর পিকে পুরওয়ার জানালেন যে ১ লক্ষ ৭৬ হাজার বিএসএনএল কর্মীদের দীপাবলীর আগেই মাইনে দেওয়া হবে। মাসে সংস্থার মোট ১ হাজার ৬০০ কোটি টাকা আয় হয়। তারমধ্যে  ৮৫০ কোটি টাকা দিতে হয় কর্মীদের বেতন হিসেবে। টেকনিক্যাল বিষয়ে বিপুল খরচ,কর্মীর মাইনে আর সাথে বহুরকম খরচ,একসঙ্গে সামলানো কঠিন হচ্ছে। আপাততো ব্যাঙ্ক থেকে লোন নিয়ে পিএসইউ এই সমস্যার সমাধান বের করার চেষ্টা করছে।

Advertisement

বিএসএনএল-এর চেয়ারম্যান জানান,“৫০ হাজার কোটি টাকার একটি তহবিল যাতে বিএসএনএল, এমটিএনএল-এর জন্য গঠন করা যায় তা নিয়ে অর্থমন্ত্রক এবং প্রধানমন্ত্রী দফতর ভাবনা চিন্তা করছে।” ২০১৯-২০ অর্থবর্ষে এখন পর্যন্ত ১৩ হাজার ৮০৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। ফোর জি স্পেকট্রামে বিএসএনএল-কে অন্তর্ভুক্ত করা এবং একটা অংশের কর্মীর স্বেচ্ছাবসর হলে এই ক্ষতি সামাল দেওয়া সম্ভব।

Advertisement
Advertisement

উল্লেখ্য, বিএসএনএল কর্মীদের মাইনে বন্ধ হয়ে যাওয়ার দরুন কেন্দ্রীয় টেলিকম সংস্থার কর্মীরা শুক্রবার থেকে আমরণ অনশনে বসেন।এর মধ্যেই সেপ্টেম্বরের মাইনে দেওয়ার কথা ঘোষণা করা হল ভারত সঞ্চার নিগম লিমিটিডের তরফ থেকে।

Advertisement

Related Articles

Back to top button