Today Trending Newsকলকাতানিউজ

#BoycottDhankar : রাজ্যপালকে ঘিরে ব্যাপক উত্তেজনা যাদবপুরে, দেখানো হল কালো পতাকা

Advertisement
Advertisement

আমন্ত্রণপত্র না পেয়েও রাজ্যপাল জগদীপ ধনখড় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গেলে তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। তাকে বিশ্ববিদ্যালয়ের গেটে আটকে রেখে স্লোগান চলে পড়ুয়াদের। দেখানো হয় কালো পতাকা। রাজ্যপাল বলেছেন বিশেষ সমাবর্তন বাতিলের সিদ্ধান্ত র্কমসমিতির এক্তিয়ার বহির্ভূত এবং এই কারণে ক্ষোভ প্রকাশ করে রাজ্যপাল এই সমাবর্তনকে বেআইনি ঘোষণা করেছেন। তিনি বলেছেন এই সমাবর্তনের শংসাপত্র নিয়ে বিপাকে পড়তে হতে পারে পড়ুয়াদের।

Advertisement
Advertisement

কিছু পড়ুয়া অবশ্য আগেই ঘোষণা করেছিল সোমবার রাজ্যপাল এলে বিক্ষোভের মুখে পড়তে হবে তাকে। একাধিক ছাত্র সংগঠন মন্তব্য করেছিল তারা রাজ্যপাল কে বয়কট করবে, কেউ কেউ জানায় তারা রাজ্যপালের হাত থেকে সম্মান নেবে না। যার ফলে আচার্যকে বাদ দিয়েই সমাবর্তন হওয়ার কথা ঠিক হয় কিন্তু এই সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারেননি রাজ্যপাল কারণ তারই পৌরহিত্যে চূড়ান্ত হয়েছিল ডিলিট ডিসএসপি প্রাপকদের নাম। তাই স্থগিত রাখা হয়েছে বিশেষ সমাবর্তনের পর্বটি।

Advertisement

আরও পড়ুন : বড় ধাক্কা মমতার, CAA-NRC সংক্রান্ত বিজ্ঞাপন বন্ধ রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের

Advertisement
Advertisement

রাজ্য সরকারকে নিশানা করে রাজ্যপাল বলেন সব্জি কাটার ছুরি দিয়ে বাইপাস সার্জারি করছে। এরা এদের কাজ সম্পর্কে নিজেরাই অবগত নয়। তবে শিক্ষামন্ত্রী এই কটাক্ষকে গুরুত্বহীন বলে জানিয়েছেন কারণ তার মতে রাজ্যপাল প্রতিদিনই কিছু না কিছু মন্তব্য করছেন, তাকে গুরুত্ব দান করার প্রয়োজন মনে করেন না শিক্ষামন্ত্রী।

বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন কোর্টের চেয়ারম্যান হওয়ার কারণে তিনি পৌরহিত্য করতে বিশ্ববিদ্যালয় চাইলে আসতেই পারেন তবে পড়ুয়াদের একাংশ পূর্বেই জানিয়েছিল তিনি আসলে তারা বিক্ষোভ প্রদর্শন করবে তাই স্থগিত রাখা হয়েছে বিশেষ সমাবর্তন। তিনি স্পষ্টই জানিয়েছেন ক্যাম্পাসে তিনি পুলিশ ডাকবেন না। তবে তার বিশ্বাস পড়ুয়াদের প্রতিবাদে ক্যাম্পাসে কোন আপত্তিকর পরিবেশের সৃষ্টি হবে না।

Advertisement

Related Articles

Back to top button