অর্থমন্ত্রী নির্মলা সিতারমন ভারতের শিল্পসংস্থানকে এগিয়ে নিয়ে যেতে একের পর এক বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করছেন। গত সপ্তাহেই তিনি শিল্পক্ষেত্রকে উৎসাহ দিতে করপোট ট্যাক্স কম করার কথা ঘোষণা করেছেন। আবার সূত্রের খবর, কেন্দ্র সরকার এবার নাকি ব্যাক্তিগত আয়করের ক্ষেত্রে বিরাট পরিবর্তন করতে চলেছে।
সংবাদমাধ্যমে জল্পনা ছড়িয়েছে নাকি কেন্দ্র সরকার গঠিত ট্যাক্স ফোর্সের সুপারিশ মেনেই ওই ঘোষণা করা হবে। এর সুপারিশে বলা হয়েছে যে, আয়কর ১০ শতাংশ করা হবে যাদের বাৎসরিক আয় ব্যাক্তিগতভাবে ৫-১০ লক্ষ টাকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআবার ৩০ শতাংশ আয়করের হার কমানোর সুপারিশ করা হয়েছে যাদের আয় বাৎসরিক ২০ লক্ষ টাকার বেশি।এছাড়া যাদের ব্যাক্তিগতভাবে বাৎসরিক আয় ২ কোটি টাকার বেশি তাদের ক্ষেত্রে ৩৫ শতাংশ আয়করের সুপারিশ করা হয়েছে।