ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: মাত্র ৩,০০০ টাকা দিয়ে শুরু করুন এই লাভজনক ব্যবসা, দিনে আয় করুন ২ হাজার টাকা

আপনি ৩৫ থেকে ৪০ টাকা পাইকারি মূল্যে খুব সহজেই ঝাড়ু গুলি বিক্রি করতে পারবেন।

Advertisement
Advertisement

বর্তমানে যদি আপনি একজন সফল উদ্দোগপতি হতে চান, তবে আজকের এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা এই নিবন্ধে আপনাদের সাথে এমন একটি বিজনেস প্ল্যানের পরিচয় করিয়ে দিতে চলেছি, যেখানে মাত্র ৩ হাজার টাকা বিনিয়োগ করে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারেন। বর্তমানে সরকারি চাকরির অপেক্ষায় বসে থেকে বেকারত্বের যন্ত্রণায় ভুগছেন দেশের কোটি কোটি যুবক। শেষ পর্যন্ত কারোর ক্ষেত্রে সাফল্য মিললেও বেশিরভাগ যুবক চাকরির গণ্ডিতে পা দিতে না পেরে হতাশায় ভুগছেন। আর তাদের জন্য আজকের এই বিজনেস প্ল্যানটি হয়ে উঠতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement
Advertisement

আজ আমরা আপনাদের জন্য যে ছোট্ট ব্যবসায়িক পরিকল্পনাটি তুলে ধরতে চলেছি, সেটি আসলে ঘাসের ঝাড়ু বানানোর বিজনেস। দুর্দান্ত এই ব্যবসাটি সফলভাবে পরিচালনা করতে পারলে খুব সহজেই আপনি একজন উদ্দোগপতি হিসেবে পরিচিতি লাভ করবেন। আপনার নিজের উপার্জনের পাশাপাশি অনেকেরই কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবেন আপনি।

Advertisement

ঘাসের ঝাড়ু বানাতে কি কি উপকরণ লাগবে?

Advertisement
Advertisement

১. প্রথম জিনিসটি টাইগার গ্রাস
২. দ্বিতীয় জিনিসটি বাঁধাই তার
৩. তৃতীয় জিনিসটি হ্যান্ডেল
৪. চতুর্থ জিনিসটি হল প্লাস্টিকের পাউচ

উপকরণ গুলোর দম কেমন এবং কোথায় পাবেন?

ঘাসের ঝাড়ু বানানোর জন্য প্রথমে আপনাকে কোয়ালিটি সম্পন্ন টাইগার গ্রাস সংগ্রহ করতে হবে। যেগুলি আপনি বাজার থেকে ৮০-১০০ টাকা কেজি দরে কিনতে পারবেন। বাঁধাই করার জন্য তার আপনি ৪০-৫০ টাকা কেজিতে কিনতে পারবেন। এছাড়া প্লাস্টিকের পাউস ২০০-২৫০ টাকা কেজি এবং প্লাস্টিকের হ্যান্ডেল ৩-৪ টাকা পিস ধরে ক্রয় করতে পারবেন।

কিভাবে তৈরি, বিক্রি এবং লাভ করবেন?

ঘাসের ঝাড়ু বানাতে হলে প্রথমে আপনাকে ৩০০ গ্রামের মত টাইগার গ্রাস নিয়ে তার মধ্যভাগে একটি শক্ত লাঠি ঢুকিয়ে দিতে হবে। এরপর বাজার থেকে কিনে আনা বাঁধাই তার দিয়ে লাঠির সাথে ঘাসগুলিকে শক্ত করে বেঁধে নিতে হবে। এরপর প্লাস্টিকের হ্যান্ডেলটি টাইট করে পরিয়ে দিতে হবে লাঠির উপর। এবার সেটি প্লাস্টিক প্যাকেটে ভরে বাজারজাত করতে হবে।

২ থেকে ৩ মাস স্থায়ী হয় বলে এই ঘাসের ঝাড়ুর চাহিদা বর্তমানে খুবই বেশি। আপনি ৩৫ থেকে ৪০ টাকা পাইকারি মূল্যে খুব সহজেই ঝাড়ু গুলি বিক্রি করতে পারবেন। যেখানে আপনার একটি ঝাড়ু বানাতে সর্বোচ্চ ২৫ টাকা ব্যয় হবে। অর্থাৎ, প্রতিটি ঝাড়ু বানিয়ে আপনি ১০ থেকে ১৫ টাকা উপার্জন করতে পারবেন।

Advertisement

Related Articles

Back to top button