ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

50 লক্ষ টাকার হোম লোনে সরকার 9 লক্ষ টাকা ভর্তুকি দেবে, এইভাবে আবেদন করুন

সরকার মানুষের জন্য নতুন এই প্রকল্প নিয়ে হাজির হয়েছে বলে জানা যাচ্ছে

Advertisement
Advertisement

২০২৪ সালের নির্বাচনের আগে একটা বড় মাস্টারস্ট্রোক খেলতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনার মত এই পদক্ষেপটিও ভারত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হতে চলেছে। ২০১৯ সালে ক্ষমতায় ফিরে আসার একটি বড় কারণ ছিল এই আবাস যোজনা। এবার মধ্যবিত্তদের একটা বড় উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। ৫০ লক্ষ টাকা পর্যন্ত হোম লোনে ৯ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে চলেছে সরকার। এর অর্থ হল হোম লোন গ্রাহকরা মোট ঋণ পরিশোধে ৯ লক্ষ টাকা সাশ্রয় করবেন। যদি এটা সম্ভব হয়,তাহলে শহরে বসবাসকারী মধ্যবিত্তদের বড় স্বস্তি দেবে সরকার। তাদের জন্য বাড়ির মালিক হয়ে ওঠাটা আরো বেশি সহজ হয়ে উঠবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ ই আগস্ট লালকেল্লা থেকে এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন।

Advertisement
Advertisement

রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার আগামী এক বা দুই মাসের মধ্যে এই নতুন প্রকল্প চালু করতে চলেছে। এই নতুন প্রকল্পের আওতায় সরকার পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণ এর উপরে ভর্তুকি দিতে চলেছে। প্রতিবেদনে জানানো হয়েছে এর আওতায় ৩ থেকে ৬.৫% পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। এর অধীনে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত সুদে ভর্তুকি পাওয়া যেতে পারে। ৫০ লক্ষ টাকার কম লোন নেওয়া গ্রাহকরা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এই লোন শোধ করার জন্য সর্বোচ্চ সময়সীমা হতে পারে কুড়ি বছর। ২০১৮ সালের মধ্যে এই প্রকল্প চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিগত ১৫ ই আগস্ট লালকেল্লা থেকে ভাষণে জানিয়েছিলেন, শহরে যারা ভাড়ায় বসবাস করেন তাদের জন্যই এই প্রকল্পটা নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। বস্তি চাউল এবং অননুমোদিত কলোনিতে বসবাসকারী পরিবারগুলি যাতে সমস্ত সুবিধা পেতে পারেন এবং নিজেদের বাড়ির স্বপ্ন সফল করতে পারেন তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারা যদি নিজেদের বাড়ি তৈরি করতে চায় তাহলে ব্যাংক থেকে তারা ঋণ পেতে পারে। আর এই ঋণের উপরে পাওয়া যাবে একটা নির্দিষ্ট হারে ছাড়। এরপরে কেন্দ্রীয় আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছিলেন, শহরগুলিতে বাড়ির ক্রেতাদের জন্য নতুন প্রকল্প সেপ্টেম্বরের মধ্যে চালু করে দেওয়া হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button