Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে সব পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হবে: মমতা

"সরকারকে সময় দিন, সবকিছু পরিকল্পনা করেই কাজ এগোচ্ছে"- পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে রাজ্যে ১৬ টি স্পেশাল ট্রেনে করে ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকেরা বাংলায়…

Avatar

“সরকারকে সময় দিন, সবকিছু পরিকল্পনা করেই কাজ এগোচ্ছে”- পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে রাজ্যে ১৬ টি স্পেশাল ট্রেনে করে ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকেরা বাংলায় নিজের জেলায় পৌঁছে গিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আরও ১১৫ টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে। পরবর্তীতে আরও ১২০ টি ট্রেনের কথা বলা হবে।

তিনি আরও জানান, “আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে সমস্ত বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনা হবে। এরপর তাঁদের ১০০ দিনের কাজে যুক্ত করা হবে। গ্রামে প্রচুর কাজ রয়েছে। ৬ মাসের কাজ ২ মাসে করুন।” যদিও পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর বিষয়ে বিতর্কের সৃষ্টি হয়। কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছেন, বাংলার সরকার রাজ্যে পরিযায়ী শ্রমিকের স্পেশাল ট্রেন প্রবেশে বাধা দিচ্ছে। বিরোধীরাও এবিষয়ে অভিযোগ তোলে। তবে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, “বিরোধীরা রাজনীতি করছেন।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মুখ্যমন্ত্রী আরও জানান, “একসঙ্গে এত পরিমাণ লোক রাজ্যে ঢুকলে করোনার স্ক্রিনিং কিভাবে হবে? যে সব জেলায় শ্রমিকেরা ফিরবেন সেখানে তাঁদের রাখার ব্যবস্থাই বা কি সেদিকেও নজর দিতে হবে। সরকারকে এই অবস্থায় সময় দিন। সমস্ত কাজ পরিকল্পনা মাফিক এগোচ্ছে।” কেন্দ্র সরকারের তরফে বিভিন্ন রাজ্যগুলিতে নির্দেশিকা পাঠিয়ে পরিযায়ী শ্রমিকদের ভার নেওয়ার বিষয়ে অবগত করা হয়। অন্যান্য রাজ্যে শ্রমিকেরা প্রবেশ করলেও পশ্চিমবঙ্গের বিষয়ে অভিযোগ ওঠে। এরপরই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা জানিয়েছেন।

About Author