Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১৮ নয়, মেয়েদের বিয়ের বয়স বাড়াতে পারে কেন্দ্র

স্বাধীনতার পর দেশে ১৯৭৮ সাল থেকে মহিলাদের বিবাহের নূন্যতম বয়স ১৫ থেকে বাড়িয়ে নির্ধারিত হয়েছিল ১৮ বছর এবং পুরুষদের ২১। এবার এই নিয়মের বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেশে এখনও…

Avatar

স্বাধীনতার পর দেশে ১৯৭৮ সাল থেকে মহিলাদের বিবাহের নূন্যতম বয়স ১৫ থেকে বাড়িয়ে নির্ধারিত হয়েছিল ১৮ বছর এবং পুরুষদের ২১। এবার এই নিয়মের বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেশে এখনও ১৮ বছর না হলেও নাবালিকা কন্যার বিয়ে দিয়ে দেওয়া হয় নিয়ম নীতি, পুলিশ প্রশাসনের অগোচরে। এবার পুরোনো নিয়ম বদলে মেয়েদের বিবাহের নূন্যতম বয়স বাড়িয়ে ২১ বছর নির্ধারণ করার পক্ষে কেন্দ্রীয় সরকার।

১৮ বছরের আগেই মেয়েদের বিয়ে হলে নানা রকম সমস্যার মুখোমুখি হতে হয় মেয়েটিকে। অপরিণত বয়সে বিয়ের ফলে মেয়েটির পড়াশোনা থেকে শুরু করে স্বাস্থ্যের প্রতি প্রভাব পড়ে। যার ফলে আগামীদিনে মেয়েটিকে অনেক শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। নাবালিকা থাকাকালীন বিয়ে হয়ে যাওয়ার সন্তান জন্ম দেওয়ার সময় কিশোরী মা ও সন্তানের শারীরিক অবস্থার উপর প্রভাব পড়ে। তাই এই সমস্ত দিক বিচার বিবেচনা করে এই নিয়মের বদল আনতে চাইছে কেন্দ্র।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবার কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফ থেকে জানান হয়েছে, মেয়েদের বিবাহের নূন্যতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আর সেখানে ১০ জন সদস্যের একটি দল গঠন করা হয়েছে যারা মহিলাদের বিয়ের সঠিক বয়স ও এই সংক্রান্ত বিষয় আলোচনা করবেন।

About Author