Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চিনকে মারতে নয়া কৌশল, ৩০০ টিরও বেশি চিনা পণ্যের আমদানির বন্ধ করলো ভারত

চীন থেকে আমদানি করা পণ্যের উপর নিষেধাজ্ঞা চাপাতে চলেছে কেন্দ্রীয় সরকার। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই কথা। ওই সংবাদ সংস্থা জানাচ্ছে, বাণিজ্য দপ্তর চীন থেকে আমদানি করা…

Avatar

চীন থেকে আমদানি করা পণ্যের উপর নিষেধাজ্ঞা চাপাতে চলেছে কেন্দ্রীয় সরকার। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই কথা। ওই সংবাদ সংস্থা জানাচ্ছে, বাণিজ্য দপ্তর চীন থেকে আমদানি করা ৩৭১ টি পণ্যের উপর নিষেধাজ্ঞা চাপানোর আর্জি জানাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে।

খুব শীঘ্রই বাণিজ্য দপ্তরের তরফে প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে প্রস্তাব পাঠানো হবে। জানা যাচ্ছে, এই পণ্য গুলির মধ্যে আছে প্লাস্টিকের খেলনা, প্লাস্টিকের পণ্য, বিভিন্ন ক্রীড়া সামগ্রী সহ একাধিক পণ্য। এছাড়াও চীন থেকে ভারতে যে বিশাল পরিমাণে ইলেকট্রনিকস সামগ্রী আসে তার উপরেও নিষেধাজ্ঞা চাপতে চলেছে। বিভিন্ন ওষুধ, পোশাক সহ একাধিক সামগ্রী আছে এই তালিকায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এই মুহূর্তে সরকার চীন থেকে আসা কোনো সামগ্রীতে শুল্ক বাড়াতে চায়না। কারণ এতে করে ভারতের উৎপাদনকে হ্রাস করতে পারে। চীনা সামগ্রীর আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা ছাড়াও, কেন্দ্রীয় সরকারের তরফে আর একটি বিকল্প পথও ভাবা হচ্ছে। চীন থেকে আমদানি করা শীর্ষ ১০০ টি পণ্যের উপর শুল্ক বাড়ানোর কথাও চিন্তাভাবনা করছে সরকার। তবে বিশেষজ্ঞদের মতে এভাবে নিষেধাজ্ঞা চাপালে সাপ্লাই চেইন ব্যাহত হতে পারে, সেক্ষেত্রে সমস্যায় পড়বেন ব্যবসায়ীরাই। এই অবস্থায় এখন সরকার কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে সবাই।

About Author