Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Govinda: মুক্তি পেল গোবিন্দার নতুন মিউজিক ভিডিও, কিন্তু দেখে কটাক্ষ নেটিজেনদের! রইলো ভিডিও

আশির দশকে 'লাভ ৮৬' হিন্দি ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন গোবিন্দা। আর এই ছবির মাধ্যনে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল গোবিন্দা। আর রাতারাতি মধ্যে তারকা হয়ে গিয়েছিলেন নবাগতা গোবিন্দা। এরপর পেতে…

Avatar

By

আশির দশকে ‘লাভ ৮৬’ হিন্দি ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন গোবিন্দা। আর এই ছবির মাধ্যনে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল গোবিন্দা। আর রাতারাতি মধ্যে তারকা হয়ে গিয়েছিলেন নবাগতা গোবিন্দা। এরপর পেতে থাকেন একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাব। জানা গিয়েছে ডেবিউ ছবিতে অভিনয় করার পরের ৪ বছরের মধ্যে ৪০টি ছবি জমা হয়ে গিয়েছিল গোবিন্দার খাতাতে। নব্বইয়ের দশকে একাধিক হিট ছবি একাই সিনে দর্শকদের উপহার দিয়েছেন গোবিন্দা। ‘বড়ে মিয়াঁ, ছোটে মিয়াঁ’, ‘কুলি নম্বর ১’, ‘হিরো নম্বর ১’, ‘হাসিনা মান জায়েগি’, ‘নসিব’, ‘দুলা রাজা’র মতো অজস্র হিট কমেডি ছবি উপহার দিয়েছিলেন।শেষবার গোবিন্দাকে দেখা মিলে ‘রঙ্গিলা রাজা’ ছবিতে। তবে এই ছবি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তবে এই নতুন বছরে এক্কেবারে নতুন চমক নিয়ে সকল দর্শকদের কাছে উপস্থিত হলেন অভিনেতা গোবিন্দা। নতুন মিউজিক ভিডিও ‘হ্যালো’ এবার সামনে আনলেন বলিউডের রাজা বাবু। এই গানটি স্বয়ং গায়কের ভূমিকায় ছিলেন গোবিন্দা। নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতে নতুন এই ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘নমস্কার, আমার ইউটিউব চ্যানেল গোবিন্দা রয়্যালসে এসে গিয়েছে আমার তিন নম্বর গান হ্যালো। আশা করছি আপনাদের ভালো লাগবে’। এই ভিডিয়োতে শুধু গান করেননি পাশাপাশি নিশা শর্মার সাথে নাচের স্টেপ ম্যাচ করতে দেখা গিয়েছে অভিনেতা গোবিন্দাকে। আর নিজের এই মিউজিক ভিডিও পরিচালনাও করেছেন গোবিন্দা নিজে, এমনকি রোহিত রাজ সিনহার সাথে এই গানের কথাও লিখেছেন তিনি। একপ্রকার বলা যেতে পারে এই নতুন মিউজিক ভিডিয়োতে ‘হ্যালো’তে ওয়ানম্যান আর্মি গোবিন্দা স্বয়ং। এই ভিডিয়োতে নিজের স্টাইলে নাচ, ফুলের বাগানে অভিনেত্রী নিশার সঙ্গে রোম্যান্স, কখনও আবার মাঝরাস্তায় প্রেমে মশগুল দুজনে। এই ভিডিও দেখে গোবিন্দার অনুরাগীরা বেশ এক্সাইটেড ও বলা যেতে পারে।তবে অনেকে জমিয়ে সমালোচনা করলেন গোবিন্দার এই নতুন মিউজিক ভিডিয়োর। একজন নেটিজেন লিখেই বসেছেন, ‘তোমাকে এইসব করতে দেখে লজ্জা লাগছে। পার্টনার দুর্দান্ত সিনেমা ছিল। এরপর তোমার বিদায় নেওয়া উচিত ছিল, নিজে যে অসাধারণ কাজগুলো করেছো সেটা নিয়ে খুশি থাকা উচিত ছিল। এইভাবে নিজের খিল্লি করো না’। আবার সেই নব্বইয়ের দশকের নাচের স্টাইল আবারো এই মিউজিক ভিডিয়োতেও তুলে ধরার পর অনেকে কটাক্ষ করে লিখেছন, ‘দয়া করে নব্বইয়ের দশক ছেড়ে বেরিয়ে আসো। এটা ২০২২ সাল’। তবে হাজার সমালোচনার মাঝে এই নতুন মিউজিক ভিডিও ফের ভাইরাল হয়। উল্লেখ্য, এই ‘হ্যালো’ ছাড়া এর আগে ‘চশমা চাড়া কে’ এবং ‘টিপ টিপ পানি বরষা’ বলেও দুটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে।
About Author