Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Govinda: ‘এ তো কার্বন কপি,’ গোবিন্দার হামশকলকে দেখে অবাক স্ত্রী সুনিতা

শনিবার মুম্বাই বিমানবন্দরে গোবিন্দাকে তার স্ত্রী সুনিতা আহুজার সাথে স্পট হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, গোবিন্দা তার গাড়ি থেকে নেমে তার হামশকলের সাথে দেখা করেন। ভিডিওতে দেখা…

Avatar

শনিবার মুম্বাই বিমানবন্দরে গোবিন্দাকে তার স্ত্রী সুনিতা আহুজার সাথে স্পট হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, গোবিন্দা তার গাড়ি থেকে নেমে তার হামশকলের সাথে দেখা করেন। ভিডিওতে দেখা যায়, তার হামশকল গোবিন্দাকে দেখেই তার দিকে এগিয়ে আসেন এবং তার পা ছুঁয়ে তাকে ফুলের তোড়া উপহার দেন। তবে, তাদের দুজনকে একসাথে দেখে একেবারে চমকে গিয়েছেন তার স্ত্রী সুনিতা। তাদের একসাথে দেখে স্ত্রী সুনিতা পাপারাজ্জিদের বললেন, “এরা দুজন তো পুরো কার্বন কপি!” গোবিন্দা ও তার হামশকলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ক্রমশ ভাইরাল হচ্ছে। আর এই ভিডিওতে তাদের দুজনকেই সানগ্লাস পরা অবস্থায় দেখা গেছে।

অভিনেতা সেই সময়ে কালো প্যান্টের সাথে একটি কালো শার্ট পরেছিলেন এবং একটি ম্যাচিং স্টোল পরেছিলেন। অন্যদিকে, তার হামশকল একটি লাল প্যান্টস্যুট এবং একটি সাদা শার্ট পরেছিলেন। ভিডিওতে, গোবিন্দার সেই কার্বন কপি তাকে দেখে অত্যন্ত খুশি। তিনি হিন্দিতে বললেন, “স্যার, আমি আপনার সাথে অনেক বছর আগে দেখা করেছিলাম।” এরপর ওই হামশকল নিজেদের ২৩ বছর পুরোনো ছবি দেখান গোবিন্দাকে। সেই ছবি দেখে তিনি বেশ আপ্লুত হন বলা চলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সুনিতাকে নিয়ে বিমানবন্দরের গেটের দিকে যাওয়ার সময় গোবিন্দা পাপারাজ্জিকে বললেন, “আমি এই বিষয়টা বেশ উপভোগ করছি।” ইনস্টাগ্রামে একটি পাপারাজ্জির অ্যাকাউন্টে শেয়ার করা তার হামশকলের সাথে গোবিন্দার একটি ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, “আসল ভাইটি কে?” সুতরাং বলা চলে, এই বিষয়টি সকলের কাছেই বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

About Author