ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিনিউজ

বাড়িতে কন্যা সন্তান থাকলেই হবে লক্ষ্মীলাভ, এই প্রকল্পে সরকারের থেকে পাবেন ৪৭ লক্ষ টাকা, জানুন কীভাবে

Advertisement
Advertisement

মেয়েদের জন্য বেশ কিছু প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে অন্যতম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojna)। এই যোজনার আওতায় বাড়িতে কন্যা সন্তান থাকলে তার ২১ বছর বয়স হলেই সরকারের তরফে পাওয়া যাবে ৪৭ লক্ষ টাকা। কীভাবে পাবেন এই প্রকল্পের সুবিধা, কেমন ভাবেই বা করবেন আবেদন, এ বিষয়ে বিস্তারিত তথ্য রইল প্রতিবেদনে।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকারের এই SIP প্ল্যানে ২১ বছর হওয়ার পর প্রকল্প ম্যাচিউর হলে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। আর যদি অতিরিক্ত লাভ চান তাহলে কিছুটা ঝুঁকি নিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। SIP এর মাধ্যমে লম্বা সময় পর্যন্ত মোটা অঙ্কের টাকা পেতে পারবেন। সেই সঙ্গে বিভিন্ন SIP হিসেবের মাধ্যমে জানতে পারবেন যে কন্যা সন্তানের জন্য কোনো যোজনাটি সবথেকে ভালো হবে। ২১ বছর পর কত টাকার প্রয়োজন পড়বে সেটাও হিসাব করা যাবে।

Advertisement

এই প্রকল্পের মাধ্যমে কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা যায়। সন্তানের ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য হোক বা বিবাহের জন্য, টাকার প্রয়োজন পড়বেই। তাই সময় থাকতেই টাকা জমিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ। প্রত্যেক মাসে মিউচুয়াল ফান্ডে যদি ৫০০০ টাকা করে জমানো যায় তাহলে ১৫ বছরে তা দাঁড়াবে ৯ লক্ষ টাকায়। তার উপরে বার্ষিক ১২ শতাংশ হারে সুদ পেলে ১৫ বছরে হবে ১৬,২২,৮৮০ টাকা। ১৫ বছর পূর্তির পরেই এই টাকা তুলে নিলে পাওয়া যাবে ২৫,২২,৮৮০ টাকা। সুকন্যা সমৃদ্ধি যোজনায় ২১ বছরে পাওয়া রিটার্নের কাছাকাছিই হবে এই টাকার অঙ্ক।

Advertisement
Advertisement

উল্লেখ্য, সুকন্যা সমৃদ্ধি যোজনায় অর্থ বিনিয়োগ করতে হলে কন্যা সন্তানের বয়স ১০ বছর বা তার কম হওয়া চাই। তবে SIP তে বয়সের কোনো সীমা নেই। সুকন্যা সমৃদ্ধি যোজনা ১৫ বছরের জন্য হলেও এরপর আরো কয়েক বছর টাকা রাখা যায় যা তখন ব্যবহার করা যাবে না। তবে SIP তে এমন কোনো বাধ্যবাধকতা নেই।

Advertisement

Related Articles

Back to top button