বুধবার বাম কংগ্রেস যে বনধ ডেকেছে তাতে যদি কোন সরকারি কর্মী অংশগ্রহণ করে তাহলে তাকে ফল ভোগ করতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সমস্ত কেন্দ্রীয় দপ্তরের কর্মীদের বনধে যোগদান থেকে বিরত থাকতে বলা হয়েছে, তারা যদি বনধে যোগদান করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। ১৭৫ টির বেশি কৃষক ও কৃষি কর্মী সংগঠন ও ৬০ টি ছাত্র সংগঠন বনধে যোগ দিচ্ছে। যেসব কারণে বনধ ডাকা হয়েছে সেগুলি হল।
আরও পড়ুন : ২০২০-র প্রথম ভারত বনধ : ২৫ কোটি মানুষ ধর্মঘটে অংশ নিতে পারে, ধর্মঘটীদের সতর্ক করেছে সরকার
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশিক্ষার বাণিজ্যিকীকরণ, দিনদিন বাড়ন্ত ফি র বিরুদ্ধে প্রতিবাদ, জেএনইউ তে হওয়া হামলা, রেলওয়ের বেসরকারিকরণ, ব্যঙ্ক সংযুক্তিকরণ ইত্যাদি। রাজ্য সরকারও আগামীকালের বনধ মানছে না বলে জানিয়েছে। সরকারি দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে কোনো সরকারি কর্মী ধর্মঘটে যোগদান করতে পারবে না। সরকারি কর্মীদের বনধে যোগদান যে বেঅাইনি তা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। কোন সরকারি কর্মীকে যেন অফিসে যেতে আটকানো না হয় এবং কেউ যেন এ দিন ছুটির অনুমোদন না করে সেদিকে কড়া নজর দেওয়া হবে। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদার মত ব্যাঙ্কগুলিতে কাজ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।