দিল্লি : দেশ জুড়ে একের পর ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। দু দিন পর প্রতিবাদের ঝড়ও থেমে যাচ্ছে। আবার কোন একটি ঘটনা ঘটলে ঘুম ভাঙছে প্রশাসন থেকে জনতার। কিন্তু এভাবে আর কতদিন? এবার হায়দ্রাবাদের তরুণী পশু চিকিৎসক খুনের ঘটনা সমস্ত ভয়াবহতাকে ছাপিয়ে গেছে। এই ঘটনা নিয়ে আজ সংসদে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লোকসভায় তিনি এদিন জানান, ‘নারীদের সুরক্ষায় কঠোর আইন আনতে প্রস্তুত সরকার।’
হায়দ্রাবাদে ঘটে যাওয়া ধর্ষণ ও খুনের ঘটনায় সারাদেশ শিউরে উঠেছে। ধর্ষণের পর বছর ছাব্বিশের তরুণী পশু চিকিৎসককে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় দেশের প্রতিটি প্রান্ত থেকে প্রতিবাদের ঝড় উঠেছে। এই অবস্থায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যে সমর্থন জানায় সংসদের নিম্নকক্ষ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতিনি এদিন বলেন, ‘নারীদের বিপক্ষে ঘটা যেকোন ধরনের অপরাধে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে। কক্ষের সমর্থনে খুব শীঘ্রই এমন আইন আনতে চলেছে সরকার, যাতে সহজেই অপরাধ নিয়ন্ত্রণ ও কমানো সম্ভব হবে।’ সূত্রের খবর, রাজনাথের বক্তব্যে সমর্থন রয়েছে নিম্নকক্ষের।