Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজকে থেকে সম্পূর্ণ বেসরকারি হল এই ব্যাংকটি, ভারত সরকারের কোটি কোটি টাকার লাভ

বেসরকারি খাতের Axis Bank থেকে বেরিয়ে আসলো ভারত সরকার। ভারত সরকার এবারে এই ব্যাংকের ১.৫৫ শতাংশ শেয়ার অর্থাৎ ৪.৬৫ কোটি শেয়ার বিক্রি করে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনে দ্য স্পেসিফাইড আন্ডারটেকিং…

Avatar

বেসরকারি খাতের Axis Bank থেকে বেরিয়ে আসলো ভারত সরকার। ভারত সরকার এবারে এই ব্যাংকের ১.৫৫ শতাংশ শেয়ার অর্থাৎ ৪.৬৫ কোটি শেয়ার বিক্রি করে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনে দ্য স্পেসিফাইড আন্ডারটেকিং অফ দ্য ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া (SUUTI) অ্যাক্সিস ব্যাঙ্কের ১.৫৫ শতাংশ শেয়ার বিক্রি করেছে এই ব্যাংকের। এই বিক্রির মাধ্যমে সরকার বেসরকারি ব্যাংক থেকে তার পুরো শেয়ার তুলে নিলো।

SUUTI ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত অ্যাক্সিস ব্যাঙ্কে ১.৫৫ শতাংশ শেয়ার ধারণ করে ৪,৬৫,৩৪,৯০৩ টি শেয়ার ধারণ করেছে। সরকার এ পর্যন্ত SUUTI শেয়ার বিক্রি করে ২৮,৩৮৩ কোটি টাকা সংগ্রহ করেছে৷ চলতি আর্থিক বছরে ২০২২-২৩, বিনিয়োগ থেকে ৬৫,০০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এই চুক্তির ফলে, অ্যাক্সিস ব্যাঙ্কে সরকারের অংশীদারিত্ব শেষ হয়ে গেল। ফাইলিং অনুসারে, OFS এর মাধ্যমে একটি ব্লক চুক্তিতে বিক্রি হয়েছিল এই ব্যাংক। অ্যাক্সিস ব্যাঙ্কের এই ব্লক চুক্তিটি ১০ ​​এবং ১১ নভেম্বর হয়েছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আইসিআইসিআই সিকিউরিটিজ, সিটিগ্রুপ গ্লোবাল মার্কেটস ইন্ডিয়া এবং মরগান স্ট্যানলি ইন্ডিয়া SUUTI-র পক্ষের ব্রোকার ছিল। এই তথ্যটি সামনে আসার পরে, বুধবার বন্ধ ট্রেডিং সেশনে অ্যাক্সিস ব্যাঙ্কের স্টক BSE তে ৮৫৪.৬৫ এ বন্ধ হয়েছে। এর আগে, মার্কিন ইক্যুইটি ফার্ম বেইন ক্যাপিটালও খোলা বাজারে অ্যাক্সিস ব্যাঙ্কের ০.৫৪ শতাংশ শেয়ার ১,৪৮৭ কোটি টাকায় বিক্রি করেছিল। সেপ্টেম্বরের ত্রৈমাসিকে, অ্যাক্সিস ব্যাঙ্কের নেট মুনাফা গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৭০ শতাংশ বেড়ে ৫,৩৩০ কোটি টাকা হয়েছে।

About Author