দেশনিউজ

কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বড়ো খবর পেতে পারেন সরকারি কর্মচারীরা, জানুন কতটা বাড়বে বেতন

সরকারের তরফে এবারে কেন্দ্রীয় কর্মচারীদের DA বৃদ্ধি করার ঘোষণা করা হতে পারে

×
Advertisement

আগামী দিনে বড় খবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। মিডিয়া রিপোর্ট অনুসারে, সরকার শীঘ্রই ১ জুলাই থেকে কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ ৩-৪ শতাংশ বাড়িয়ে দিতে পারে। খুচরো মুদ্রাস্ফীতি ২০২৩ সালের মার্চ মাসে RBI-এর ঊর্ধ্ব সীমা ৬ শতাংশ থেকে ৫.৬৬ শতাংশে নেমে এসেছে, তবে এটি এখনও রিজার্ভ ব্যাঙ্কের ৪ শতাংশের লক্ষ্য থেকে অনেক দূরে। তাই বলতে গেলে, মুদ্রাস্ফীতি এখনো একই রকম রয়ে গেছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কথা মাথায় রেখে সরকার কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ-ডিআর দেয়। তাই এবারেও বৃদ্ধি পাবে মহার্ঘ ভাতা।

Advertisements
Advertisement

এর আগে, গত মাসে ডিএ ৪ শতাংশ সংশোধন করা হয়েছিল, যা ১ জানুয়ারী, ২০২৩ থেকে কার্যকর হয়েছিল। ৪ শতাংশ বৃদ্ধির পরে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে ৪২ শতাংশ হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে ডিএ ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল, যা জুলাই ২০২২ থেকে কার্যকর হয়েছিল। মনে করা হচ্ছে, এবারে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেও এবারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে ৪ শতাংশ মত।

Advertisements

বেতন এবং পেনশন বৃদ্ধি হবে

Advertisements
Advertisement

রিপোর্ট অনুসারে, এখন ৭ম বেতন কমিশনের ডিএ-তে আরও ৩-৪ শতাংশ বৃদ্ধি আশা করা হচ্ছে, যা জুলাই থেকে কার্যকর হবে। সর্বশেষ তথ্য অনুসারে, বর্তমানে ৪৭.৫৮ লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগী রয়েছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনে শ্রম ব্যুরো প্রকাশিত CPI-IW তথ্য অনুসারে, সরকার মহার্ঘ ভাতার হার নির্ধারণ করে।

জানুয়ারি-জুলাই মাসে বাড়ে মহার্ঘ্য ভাতা

DA এবং DR বছরে দুবার জানুয়ারি এবং জুলাই মাসে সংশোধিত হয়। মহার্ঘ ভাতা অর্থাৎ DA দেওয়া হয় সরকারি কর্মচারীদের, আর মহার্ঘ ঋণ অর্থাৎ DR দেওয়া হয় পেনশনভোগীদের। কর্মচারীদের মূল বেতনের ভিত্তিতে কর্মচারীদের ডিএ দেওয়া হয়, আর ডিআর দেওয়া হয় বেসিক পেনশনের ভিত্তিতে।

Related Articles

Back to top button