Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কথা রাখেনি সরকার, রাজপথে প্রাথমিক শিক্ষকরা

কলকাতা : পিআরটি স্কেলে বেতনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন প্রাথমিক শিক্ষকদের একটা বড় অংশ। সেই অনশন ১৪ দিনে এসে পৌঁছালে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়ার কথা…

Avatar

কলকাতা : পিআরটি স্কেলে বেতনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন প্রাথমিক শিক্ষকদের একটা বড় অংশ। সেই অনশন ১৪ দিনে এসে পৌঁছালে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়ার কথা জানানো হয়। তারপরই অনশন তুলে নেন উস্থি নামক শিক্ষক সংগঠনটি। কিন্তু সময় গড়ালেও কথা রাখেনি সরকার। ফলে, আবারও রাজপথে নামলো প্রাথমিক শিক্ষকরা।

আজ দক্ষিণ কলকাতা থেকে মিছিল করে শিক্ষামন্ত্রীর বাড়ি উদ্দেশ্যে দেন প্রাথমিক শিক্ষকরা। অশান্তির আশঙ্কায় শিক্ষামন্ত্রীর বাড়ির অনেক আগেই বাঘাযতীনে মিছিল আটকাতে নিশ্ছিদ্র দুর্গ গড়ে তোলে পুলিশ। মিছিল বাঘাযতীন পৌঁছালে পুলিশ তা আটকে দিলে সেখানেই রাস্তার উপর বসে পড়েন আন্দোলনরত শিক্ষকরা। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশের বারবার অনুরোধ স্বত্ত্বেও অবস্থান তুলে নিতে নারাজ আন্দোলনরত শিক্ষকরা। বিক্ষোভ এখনও জারি রয়েছে বলে খবর পাওয়া গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author