ভারতঃ যুদ্ধজাহাজ আইএনএসকে ভারতীয় নৌবাহিনী বিদায় জানানোর পরে মুম্বইয়ের একটি সংস্থা আইএনএস বিরাটকে একটি মিউজিয়ামে পরিণত করতে চায়৷ ভারতীয় নৌবাহিনীর থেকে আইএনএস বিরাটকে কিনেছে গুজরাটের আলং-এর শ্রীরাম গ্রুপ৷ আইএনএস বিরাট এর মধ্যেই পৌঁছে গিয়েছে আলংয়ের শিপ ব্রেকিং ইয়ার্ডে৷মুম্বইয়ের সংস্থা এনভিটেক মেরিন কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অপারেশনস বিষ্ণুকান্ত শর্মা জানিয়েছেন, “বিষয়টি নিয়ে দুই সংস্থার মধ্যে আলোচনা চলেছে। যদি তাঁদের সংস্থা জাহাজটি শেষ পর্যন্ত হাতে পায়, তা হল মিউজিয়াম করে সেটিকে গোয়ায় রাখার প্রস্তাবে সম্মতি দিয়েছে গোয়া সরকার”।শ্রীরাম গ্রুপের চেয়ারম্যান মুকেশ পটেল জানিয়েছেন, “মুম্বইয়ের ওই সংস্থা আমাদেরথেকে জাহাজটি কিনতে চায়৷ আমি তাঁদের বলেছি, আমিও দেশপ্রেমিক এবং জাহাজটি বাঁচানোর ক্ষেত্রেআমারও কোনও আপত্তি নেই৷কিন্তু যেহেতু আমি স্ক্র্যাপ হিসেবেই জাহাজটি কিনেছি ফলে এই জাহাজটি আমার থেকে কিনতে গেলে ওই সংস্থাকে ভারত সরকারের থেকে এনওসি নিয়ে আসতে হবে৷ আমি চাই না কেউ ভবিষ্যতে অভিযোগ করুক যে আমি কোনও দুর্নীতিতে জড়িত ছিলাম৷ সংস্থার আর্থিক দিকটি বিবেচনা করেই ১২৫ কোটির বদলে ১০০ কোটিটাকাতেই তিনি আইএনএস বিরাটকে ছেড়ে দিতে রাজি৷ কিন্তু নিজেদের খরচ এবং দায়িত্বেই মুম্বইয়ের ওইসংস্থাকে বহু পুরনো হবে”৷আইএনএস বিরাটকে ভাঙতে শুরু করার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছিল শ্রীরাম গ্রুপ৷ এসবের মাঝেও একটা সমস্যা প্রকট হয়েছে তা হল স্ক্র্যাপ টেন্ডারে জাহাজটি কিনলে সেটিকে মিউজিয়ামে পরিণত করা সম্ভব নয়৷ কিন্তু আশা করা হচ্ছে এই কাজ এবার তাড়াতাড়িই সম্ভব হবে।