অবশেষে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে অভিনেতার অসুস্থতার জন্য অনেক অনুগামী উদ্বেগ হয়ে পড়েছেন। তভে গৌরব নিজের অনুগামীদের উদ্দেশ্যে জানিয়েছেন, তাঁর এই বোন টিউমারের বায়োপসি রিপোর্টে চিন্তার কোনও বিষয় নেই। তবে সার্জারি করিয়ে নেওয়াটা খুব জরুরি। অপারেশনের পর একটু সাবধানে থাকতে হবে। তবে পনেরো দিন পর থেকেই সিনেমার শ্যুটিংয়ে যোগ দিতে পারবেন অভিনেতা।গৌরব কৌশিক সেনের থিয়েটার গ্রুপে যুক্ত হয়ে থিয়েটারে অভিনয় করা শুরু করেন৷ এরপর থিয়েটার দলে অভিনয় দক্ষতা গড়ে তোলার পর সানন্দা টিভিতে প্রথম টিভি সিরিয়াল অল্প প্রেমের গল্প দিয়ে টেলিভিশন জগতে অভিষেক করেন। এরপর ছোটপর্দায় ‘ত্রিনয়নী’, ‘ওগো নিরুপমা’র মতো ধারাবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন। এবার ছোট পর্দার পাশাপাশি বড়পর্দাতেও পা রাখতে চলেছেন। তবে এত তাড়াতাড়ি ‘ওগো নিরুপমা’ শেষ হওয়াতে অনেকে অনুগামীর মন খারাপ হয়। তবে নতুন কিছু সিনেমার জন্য অপেক্ষা করছেন অনুগামীরা।
আবারো হাসপাতালে ভর্তি গৌরব! সোমবার টানা ৬ ঘন্টার অস্ত্রোপচার অভিনেতার
জুন মাসেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন ওগো নিরুপমা ধারাবাহিকের আবির। হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। টেস্ট করে জানা গিয়েছিল বোন টিউমারে আক্রান্ত হয়েছেন গৌরব রায়চৌধুরী। কি করে আক্রান্ত হন অভিনেতা?…

By

আরও পড়ুন