Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাড়িতে স্ত্রী না থাকলে বাথটবে কী করেন স্বামী গৌরব? জানার পর চটলেন দেবলীনা

তিন বছর ধরেই জমিয়ে প্রেম করেছিলেন এই জুটি। হ্যাঁ এরা আর কেউ নন টলিউডের লাভ বার্ডস গৌরব-দেবলীনা কুমার। গত বছর ৯ ডিসেম্বর সকালে নান্দীমুখ, গায়ে হলুদ, পান পাতা সরানো, মালা…

Avatar

By

তিন বছর ধরেই জমিয়ে প্রেম করেছিলেন এই জুটি। হ্যাঁ এরা আর কেউ নন টলিউডের লাভ বার্ডস গৌরব-দেবলীনা কুমার। গত বছর ৯ ডিসেম্বর সকালে নান্দীমুখ, গায়ে হলুদ, পান পাতা সরানো, মালা বদল, সাত পাকে ঘুরে বাঙালী বৈদিক নিয়মে বিয়ে করলেন। শুধু হয়নি কোনো সম্প্রদান। কারণ দেবলীনা মনে করেন মেয়েরা কোনো দানের সামগ্রী নয় তাই তিনি বিয়ে থেকে এই নিয়ম বাদ দিলেন। সব নিয়ম নীতি নিষ্ঠার সাথে মেনে লাল ডিজাইনার শাড়ি আর গহনা ও গৌরব ডিজাইনার পাঞ্জাবি পড়ে হই হুল্লোড় করে বিয়েটা সারলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিয়ের ৬ মাস সম্পন্ন হয়েছে। দিব্যি সংসার করছেন এই জুটি। এই লকডাউনে উত্তম কুমারের নাতবউ দেবলীনা বাপের বাড়ি গিয়েছেন। এখন মা-বাবার সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। এদিকে বাড়িতে বৌ না থাকায় গৌরব চট্টোপাধ্যায় একা একা বাড়িতে কী করছেন। তা কি জানেন? দেবলীনার অজান্তেই কি করেন সেই সব কান্ড নিজেই শেয়ার করলেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে।

গৌরব নিজের বাথরুমের রহস্য ফাঁস করলেন নেট নাগরিকদের সাথে। রবিবার সকালে নিজের বাড়ির ঝাঁ চকচকে বাথটবের ছবি পোস্ট করলেন গৌরব। সাথে শেয়ার করলেন আরো এক জিনিস। সেই জলহীন বাথটবে রাখা রয়েছে একটি সাইকেল। কি অবাক হলেন তো? অবাক হওয়ার কথাই তো। আবার গৌরব ক্যপাশানে লিখেছেন- ‘যখন আমার স্ত্রী তার বাবা-মায়ের বাড়িতে থাকে…’। অর্থাৎ দেবলীনা বাড়িতে থাকেনা তখন গৌরবের ডার্লিং হয়ে উঠে তাঁর সাইকেল।

দেবলীনার মতো গৌরব ও ফিট থাকতে শরীরচর্চা করেন সর্বদা। বাড়িতে ওয়ার্ক আউট করার পাশাপাশি এই লকডাউনে সাইকেল নিয়ে কলকাতা শহরের রাস্তায় বেরিয়ে পড়ে। স্ত্রীকে না পেলে একাই বেরিয়ে পড়ে রাস্তায়। রাস্তায় সাইকেল নিয়ে যাওয়ায় ধূলোবালি লেগে থাকেই। তাই ফিরে এসে বাড়ির বাথটবে পরিষ্কার করে। আর সেই দৃশ্য শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ার পেজে। এরপর মহেন্দ্র সোনি, রুপাঞ্জনা মিত্র, অনিন্দ্য, দিয়া চক্রবর্তী সকলেই কমেন্টে ভাসালেন। অন্যদিকেএই ছবি দেবলীনার চোখে পড়তেই রাগ ও ভয় দেখানোর সব ইমোজি দিলেন। এরপর গৌরব ও জিভ কাটা দুষ্টু হাসি দিলেন অভিনেতা। নিমেষে ভাইরাল হয় এই মজার পোস্ট।

About Author