Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral: ‘পুষ্পা’ স্টাইলে হেঁটে দেখাচ্ছে চিড়িয়াখানার এক গরিলা, মুহূর্তে ভাইরাল ভিডিও

'পুষ্পা, দ্য রাইজিং স্টার' সিনেমা রীতিমতো বক্সঅফিস কাঁপিয়ে একাধিক রেকর্ড চূর্ণ-বিচূর্ণ করে প্রত্যেক দেশবাসীর মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে। ডিসেম্বর মাসের ১৭ তারিখে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের এই সিনেমাটি। এমনকি…

Avatar

‘পুষ্পা, দ্য রাইজিং স্টার’ সিনেমা রীতিমতো বক্সঅফিস কাঁপিয়ে একাধিক রেকর্ড চূর্ণ-বিচূর্ণ করে প্রত্যেক দেশবাসীর মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে। ডিসেম্বর মাসের ১৭ তারিখে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের এই সিনেমাটি। এমনকি এই চূড়ান্ত হিট সিনেমা দেশজুড়ে মোট ৫ টি ভাষা অর্থাৎ হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালামে মুক্তি পেয়েছিল। সিনেমাটির বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স এবং গানের স্টেপ বেশ কিছুদিন ধরে সুপার ট্রেন্ডিং হয়ে আছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও এই সিনেমার জনপ্রিয়তা কিছু কম নয়। তাবড় তাবড় অভিনেতা এবং ক্রিকেটারদের এই সিনেমার গানের তালে ভিডিও বানাতে দেখা গেছে। তবে সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে আবাক হয়ে গিয়েছে সকল নেটজনতা।

মোটামুটি এখন সোশ্যাল মিডিয়া খুললেই একটার পর একটা ভিডিও দেখা যায় যাতে পুষ্পা সিনেমার গানের কিছু অংশ বা রক্ত গরম করা ডায়লগ ব্যবহার করা হয়েছে। আসলে ওটাই এখন ট্রেন্ড। ভারতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে বিদেশের ক্রিকেটার বা অনেক হলিউড তারকা এই সিনেমার গানের তালে ভিডিও বানিয়েছেন। তবে সম্প্রতি সকলকে অবাক করে দিয়ে এক চিড়িয়াখানার গরিলা পুষ্পা সিনেমার গানের স্টেপ করে সকলকে চমকে দিয়েছে। ঠিক কি হয়েছিল?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি চিড়িয়াখানায় এক গরিলা নিজের থাকার জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সকল দর্শকের নজর যখন তার দিকেই তখনই হঠাৎ করেই সে হাঁটতে হাঁটতে এগিয়ে আসে এবং একদম পুষ্পা স্টাইলে পা ঘষে ঘষে তীর্যকভাবে হাঁটতে শুরু করে। দেখে মনে হবে পুরোপুরি আল্লু অর্জুনের নকল করে হুক স্টেপটি করছে ওই গরিলা। এই মুহূর্ত ক্যামেরাবন্দী করে কেউ একজন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শ্রীভল্লি গান লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়।

বলাবাহুল্য, ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই তা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। পুষ্পা জ্বরে আক্রান্ত নেটিজেনরা ভিডিওতে রীতিমতো লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছেন। আপনি শুনলে অবাক হবেন, ভিডিওটি ইতিমধ্যেই ১৬.২ মিলিয়ন মানুষ দেখেছেন এবং ১.১ মিলিয়ন মানুষ লাইক দিয়েছেন। অনেকেই কমেন্ট করে লিখেছেন, ‘চিড়িয়াখানা কর্তৃপক্ষ কি পশুদের পুষ্পা সিনেমা দেখাচ্ছে?’ আবার কেউ কমেন্ট করে লিখেছেন, ‘গরিলা তো পুষ্পার ফ্যান’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়াতে সুপারহিট গরিলার পুষ্পার গানে হুক স্টেপের ভিডিও।

About Author