Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ওড়না ছাড়াই খোলা মঞ্চে নাচ করলেন গোরি নাগোরি, তার প্রতিটি পদক্ষেপে আপনি বিস্মিত হবেন

গোরি নাগোরি (Gori Nagori) দিনের পর দিন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন। হরিয়ানভি তথা রাগনী নৃত্যশিল্পীদের মধ্যে গোরি যথেষ্ট অল্প সময়েই বিখ্যাত হয়েছেন। গোরি কোথায় জন্মগ্রহণ করেছেন বা তাঁর পরিবার সম্পর্কে…

Avatar

গোরি নাগোরি (Gori Nagori) দিনের পর দিন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন। হরিয়ানভি তথা রাগনী নৃত্যশিল্পীদের মধ্যে গোরি যথেষ্ট অল্প সময়েই বিখ্যাত হয়েছেন। গোরি কোথায় জন্মগ্রহণ করেছেন বা তাঁর পরিবার সম্পর্কে কিছুই জানা যায় না। তবে শুধুমাত্র হরিয়ানভি নয়, রাজস্থানী লোকনৃত্যেও গোরি পারদর্শী। সারা বছর ধরে বিভিন্ন রাজনৈতিক মঞ্চ তো বটেই, কর্পোরেট শো অবধি করে থাকেন গোরি। 2023 সালের 30 শে সেপ্টেম্বর ‘টি-সিরিজ হরিয়ানভি’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে গোরির ডান্স ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

লোকসঙ্গীত শিল্পী হরজিৎ দিওয়ানা (Harjeet Deewana)-র গাওয়া গান ‘ঘুংরু’-র সাথে ডান্স পারফরম্যান্স করেছেন গোরি। ভিডিওতে তাঁর পরনে রয়েছে সাদা রঙের ডিপ নেক কামিজ ও ফুশিয়া পিঙ্ক রঙের পাতিয়ালা সালোয়ার।সালোয়ার-কামিজ জুড়ে রয়েছে সিকুইনের কারুকার্য। খোলা মঞ্চে পারফর্ম করছেন গোরি। নাচের শুরুতে মঞ্চের সামনে গিয়ে ঠুমকা লাগাতে শুরু করেন গোরি। নাচের সাথে মিশিয়ে দেন কিছুটা ভাঙড়া। নাচের সময় নিপুণ ভাবে তিনি ব্যবহার করেন নিজের চুল। কখনও ফিরে আসেন রাগনীতে। চারিদিক বিভিন্ন রঙের আলো ছুঁয়ে যায় গোরিকে। তার মাঝেই দর্শকদের দিকে পিছন ফিরে বুটি ডান্স করেন গোরি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপর শুরু করেন ঠুমকা লাগানো। কখনও নিচু হয়ে করেন ক্লিভেজ শো-অফ। স্টেজের ধারে এসে ঠুমকা লাগাতে শুরু করেন গোরি। পাশাপাশি মেশে বলিউডের নৃত্যশৈলী। নিজের নাচকে যৌনত্তেজক করার চেষ্টা করেন গোরি। তবে ভিডিওতে গোরির উপর কাউকে টাকার বৃষ্টি করতে দেখা যায়নি। এমনকি গোরি নিজেও মঞ্চের ধারে গিয়ে দর্শকদের কাছ থেকে টাকা নেননি। ফিউশন নৃত্যশৈলীর মাধ্যমে একসময় নাচ শেষ করেন তিনি। গোরির এই ডান্স ভিডিওটি এখনও অবধি প্রায় সাড়ে একুশ হাজার ভিউ অতিক্রম করেছে।

About Author