ভাইরাল & ভিডিও

খোলা মঞ্চে লেহেঙ্গা-চোলিতে নাচ গোরির, এভাবে নাচল যে বয়স্কদের মন গলে গেল

Advertisement
Advertisement

গোরি নাগোরি (Gori Nagori) রাজস্থানি নৃত্যশিল্পী হলেও অনায়াসেই হরিয়ানভি তথা রাগনী আয়ত্ত করেছেন। গোরি রাজস্থানে যথেষ্ট জনপ্রিয় হলেও সর্বভারতীয় স্তরে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করার পর। স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)-র পর গোরিই অন্যতম রাগনী শিল্পী যিনি বিগ বসের ঘরে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। 2022 সালের 11 ই সেপ্টেম্বর ‘মারওয়াড়ি মিউজিক কোম্পানি’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে গোরির একটি ডান্স ভিডিও।

Advertisement
Advertisement

ডান্স ভিডিওতে গোরির পরনে রয়েছে খোলামেলা লেহেঙ্গা-চোলি। লেহেঙ্গা-চোলির রঙ গাঢ় নীল। লেহেঙ্গা-চোলি জুড়ে রয়েছে গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্ট। চোলির শর্ট স্লিভ নেটের তৈরি। চোলির নেকলাইন সামান্য ডিপ। ফলে দৃশ্যমান হয়েছে গোরির ক্লিভেজ। লো ওয়েস্ট লেহেঙ্গাটি শর্ট। উন্মুক্ত রয়েছে গোরির নাভিমূল। মাথা আবৃত রয়েছে পার্পল রঙের ঘোমটায়। খোলা মঞ্চে ডান্স পারফরম্যান্স করেছেন গোরি। লোকসঙ্গীত শিল্পী নীলু রঙ্গিলি (Nilu Rangili)-র গাওয়া রাজস্থানি সঙ্গীতের সাথে ডান্স পারফরম্যান্স করেছেন গোরি। ভিডিওতে সঞ্চালক জানিয়েছেন, তিন বছর পর গোরি ওই অঞ্চলে স্টেজ শো করছেন। নাচের আগে গোরি দর্শকদের উদ্দেশ্যে হাত জোড় করে নমস্কার জানান।

Advertisement

দর্শকদের সাথে সৌজন্য বিনিময়ের পর শুরু হয় গোরির নাচ। নাচের শুরুতেই ঠুমকা লাগাতে শুরু করেন গোরি। রাগনী নয়, বরং রাজস্থানি লোকনৃত্যের ঝলক দেখা গিয়েছে গোরির নাচে। বাদ যায়নি বুটি ডান্স। দর্শকদের একাংশ মঞ্চের সামনে চলে এলে তাঁদের নিয়ন্ত্রণ করেন অনুষ্ঠানের সঞ্চালক। একসময় মঞ্চের উপর বসে নাচ করেন গোরি। তাঁর নাচ দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন জনতা। গোরির এই ডান্স ভিডিওটি এখনও পর্যন্ত প্রায় সাড়ে বাষট্টি লক্ষ ভিউ অতিক্রম করেছে।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button