ভাইরাল & ভিডিও

VIDEO: ওড়না দূরে ফেলে নাচতে শুরু করলেন গোরি নাগোরি, শরীরে এমন ঢেউ খেলালেন

Advertisement

Advertisement

স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)-র হাত ধরে রাগনী নৃত্যশৈলী সর্বভারতীয় স্তরে পৌঁছে গিয়েছে। তবে তার নেপথ্যে ছিল কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘বিগ বস’-এ স্বপ্নার অংশগ্রহণ যা তাঁকে সর্বাধিক জনপ্রিয় করে তুলেছিল। কিন্তু পরবর্তী কালে ‘বিগ বস’-এর ষোল তম সিজনে গোরি নাগোরি (Gori Nagori) অংশগ্রহণ করলেও তিনি স্বপ্নার মতো জনপ্রিয়তা পাননি। তবে রাগনী নৃত্যশিল্পী হিসাবে আঞ্চলিক স্তরে গোরির জনপ্রিয়তা তৈরি হয়েছে। 2017 সালের 10 ই নভেম্বর ‘সোনোটেক পঞ্জাবি’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে গোরির ডান্স ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

লোকসঙ্গীত শিল্পী তরুণ পাঞ্চাল (Tarun Panchal) ও রুচিকা জাঙ্গীর (Ruchika Jangir)-এর গাওয়া গান ‘বদলি বদলি লাগে’-র সাথে ডান্স পারফরম্যান্স করেছেন গোরি। ভিডিওতে তাঁর পরনে রয়েছে সবুজ রঙের পাতিয়ালা সালোয়ার-কামিজ। কামিজটা ফুলস্লিভ। কামিজের স্লিভ নেটের তৈরি। কামিজের নেকলাইন জুড়ে রয়েছে সোনালি জরির কারুকার্য। সালোয়ার জুড়ে রয়েছে সোনালি জরির ঘন কারুকার্য। সালোয়ার-কামিজের ওড়নাটিও নেটের তৈরি। সবুজ রঙের ওড়নায় সোনালি জরির পাড় বসানো রয়েছে। খোলা মঞ্চে ডান্স পারফরম্যান্স করেছেন গোরি। নাচের শুরুতে শরীরে ঢেউ খেলান গোরি।

Advertisement

এরপর নাচ শুরু করতেই নিজের গলা থেকে ওড়না দূরে ছুঁড়ে ফেল দেন তিনি। উদ্দাম নাচ করেন গোরি। মাটিতে বসে পড়ে নাচতে থাকেন তিনি। নাচের সময় নিজের চুল নিপুণ ভাবে ব্যবহার করেন গোরি। বাদ যায় না ঠুমকা, বুটি ডান্স। কখনও দর্শকদের দিকে পিছন ফিরে নাচতে থাকেন গোরি। তবে স্টেপের রিপিটেশন হয় বারবার। এইভাবেই একসময় নাচ শেষ করেন গোরি। এখনও অবধি গোরির এই ডান্স ভিডিওটির ভিউ প্রায় আড়াই কোটি অতিক্রম করেছে।

Advertisement