Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Haryanvi Dance: নাটু নাটু গানে আলোড়ন সৃষ্টি করলেন গোরি নাগোরি, ভক্তরা পাগল হয়ে গেলেন

সোশ্যাল মিডিয়ায় একাধিক নৃত্যশিল্পী রয়েছেন। সবার আগে স্বপ্না চৌধুরীর নাম লোকে মনে রাখলেও আজকাল স্বপ্না চৌধুরির থেকেও বেশি জনপ্রিয় নৃত্যশিল্পী গোরী নাগোরি। হ্যাঁ, শুধু রাজস্থান থেকেই নয়, হরিয়ানা থেকেও শাকিরা…

Avatar

সোশ্যাল মিডিয়ায় একাধিক নৃত্যশিল্পী রয়েছেন। সবার আগে স্বপ্না চৌধুরীর নাম লোকে মনে রাখলেও আজকাল স্বপ্না চৌধুরির থেকেও বেশি জনপ্রিয় নৃত্যশিল্পী গোরী নাগোরি। হ্যাঁ, শুধু রাজস্থান থেকেই নয়, হরিয়ানা থেকেও শাকিরা উপাধি পেয়েছেন গোরি নাগোরি। গোরি নাগোরি যখন দেশি চটকদার স্টাইলে নাচেন, তখন দর্শক অনিয়ন্ত্রিত হয়ে ওঠেন। অনেকে আবার বলেন, স্বপ্না চৌধুরির থেকেও ভালো নাচ করেন গোরি নাগোরি। আজকাল গোরি নাগরীর নাচের তালে কাঁপছে ইন্টারনেট। গোরি নাগরীর নাচ দেখে নবীন-প্রবীণের হৃদয়ও স্পন্দিত হয়। শুধু ভারতেই নয়, বিদেশেও তাঁর নাচ দেখার জন্য পাগল।

গোরি নাগোরি, যিনি তার ঘাতক নাচ দিয়ে সবাইকে পাগল করে তোলেন, যখনই তিনি মঞ্চে নাচেন, দর্শকরা অধৈর্য হয়ে ওঠেন। সম্প্রতি দক্ষিণী ছবি ‘আরআরআর’-এর নাটু-নাটু গানে নেচে নেচে দর্শকদের হৃদয় নাড়া দিয়েছেন তিনি। গোরি নাগরীর নাচ এতটাই প্রাণশক্তিতে ভরপুর যে ১ সেকেন্ডের জন্যও মানুষের চোখ থেকে সরানো যায় না। গোরি নাগোরি নিজের ইনস্টাগ্রাম থেকে নাটু-নাটু গানে নাচের ভিডিও শেয়ার করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চকচকে কালো লেহেঙ্গা পরে গোরি নাগোরিকে নাচতে দেখলে আপনিও তার জন্য পাগল হয়ে যাবেন। গোরি নাগরীর নাচে কতটা এনার্জি থাকে জানেন? ভিডিও না দেখলে বুঝতে পারবেন না।

About Author