সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে গোরি নাগোরিকে বলিউডের ‘কুন্ডি লাগালো সাঁইয়া’র তালেই রিল বানাতে দেখা গিয়েছে। এদিন মঞ্চে তিনি কি গানে পারফর্ম করছিলেন! তা বোঝা না গেলেও তার এই সাম্প্রতিক রিল বেজায় নজর কেড়েছে তার ভক্তদের। আর এই রিলেই হলুদ রঙের ঘাঘড়া-চোলিতে দেখা দিয়েছিলেন তিনি। মানানসই মেকাপে কেড়েছিলেন সকলের নজরও। তার দক্ষ নৃত্য পরিবেশন যে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল, তা আর আলাদাভাবে বলার নয়। তার এই ঝলক দেখে একাংশের মত, তিনি টেক্কা দিয়েছেন স্বপ্না চৌধুরীকেও। বলাই বাহুল্য, এই মুহূর্তে বিগ বস ১৬’র প্রতিযোগী গোরি নাগোরি নিজের এই ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েই চর্চায় উঠে এসেছেন।
Gori Nagori: জোরদার ঠুমকাতেই মঞ্চ মাতালেন গোরি নাগোরি, এমন নাচের ভিডিও ভাইরাল
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত…

আরও পড়ুন