হরিয়ানভি ইন্ডাস্ট্রিতে নাম করা স্বপ্না চৌধুরী ছাড়াও এখন অনেকেই আছেন যারা হাজার হাজার যুবকদের রাতের ঘুম করে নিচ্ছেন। এতদিন খোলা মঞ্চে স্বপ্ন চৌধুরীর নাচ দেখে সকলের মধ্যে একটা আলাদাই উত্তেজনা কাজ করত। কিন্তু এখন আবার অনেক শিল্পীর আগমন ঘটেছে যা চিন্তা বাড়াতে পারে স্বপ্নার।
আজ আমরা আপনাকে এমন এক রানীর কথা বলতে যাচ্ছি যিনি সবার মন জয় করার জন্য যথেষ্ট। তাঁর জনপ্রিয়তা এতটাই যে বলিউড সেলেবরাও হয়তো পাত্তা পাবেন না। আজ কথা হচ্ছে হরিয়ানার আরো এক সেনসেশন যার নাম গোরি নাগোরি। গোরি নাগোরির নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে, যা মানুষের মন জয় করতে কাজ করছে। আপনি যদি তাঁর ভিডিওগুলি না দেখে থাকেন, তাহলে আপনি সত্যিই কিছুই দেখেননি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, গোরিকে দেখে সকলে পাগল হয়ে যাচ্ছে ।
গোরি নাগোরি সেক্সি ডান্স দেখে মানুষের মধ্যে হৈচৈ সৃষ্টি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে গোরির উপর প্রচুর নোটের বৃষ্টি রয়েছে, ভক্তরা সিটি বাজিয়ে প্রচুর উল্লাস করছে। আঁটসাঁট স্যুটে ঝড় তুলছেন গোরি নাগোরি, যার দেখে ভক্তরা নিজেদের আর সামাল দিতে পারছেন না।
স্বপ্না চৌধুরীর মতো গোরি নাগোরিকেও মানুষের হৃদয় ও মনকে শাসন করতে দেখা যাচ্ছে এখন। গোরি নাগোরিকে টাইট জামা পড়ে স্টেজে একপ্রকার আগুন লাগাতে দেখা যাচ্ছে।
তাঁর নাচ দেখে বৃদ্ধ থেকে শুরু করে তরুণরা পাগল হয়ে যাচ্ছেন। গোরিকে লক্ষ্য করে প্রচুর টাকার বৃষ্টি করছে জনতা।