আজকালকার দিনে কমবেশি সকলেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবার সাথে বহুল পরিচিত। প্রযুক্তির দুনিয়াতে তাল মিলিয়ে চলতে গেলে মোবাইল ফোন থাকা খুবই জরুরি। আর যাদের স্মার্টফোন আছে তাদের কাছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, এমন সংখ্যা হয়তো খুবই কম। বলা যেতে পারে, আলাদিনের আশ্চর্য প্রদীপ হল সোশ্যাল মিডিয়া। এতে দিন দুনিয়ার বিভিন্ন খবর এক ক্লিকেই পাওয়া যায়।
এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ধরনের ভিডিও। কখনো কোনো নাচের ভিডিও নেটিজেনদের পছন্দ হয়, তো কখনও গানের ভিত্তিতে অভিনয়ের শর্ট ভিডিও সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে আসে। আসলে অনেকেই বিভিন্ন দিকে প্রতিভাবান হয়। আবার অনেক সময় ভাইরাল হয় রোমহর্ষক স্টান্টের ভিডিও। জীবনের বাজি রেখে মোটরসাইকেলে চরে স্টান্ট করে থাকে অনেকেই। সম্প্রতি এমনই এক ভিডিও ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে দুই যুবক একটি স্প্লেন্দার বাইকে দাঁড়িয়ে খুবই গতিতে চালাচ্ছে। তাদের মাথায় নেই কোনো হেলমেট। বাইকে দাঁড়িয়ে চলানোর স্টান্ট করছে ওই যুবক। এই ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে যায়। তারপর অবশ্য পুলিশ ওই দুই যুবককে গ্রেপ্তার করে ও বাইকটি বাজেয়াপ্ত করে। আসামিদের নাম আনাস ও ফরিদ। ভিডিওটি ২২ অক্টোবর রেকর্ড করা হয়েছিল।
#shamli शामली में बाइक पर स्टंट करते युवकों का वीडियो वायरल..हाईवे पर हाथ छोड़कर बाइक चलाते दिख रहे युवक..हाईवे पर स्टंट कर जान जोखिम में डाल रहे हैं युवा..थानाभवन थाना क्षेत्र के जलालाबाद के बताए जा रहे स्टंटबाज युवा। @Uppolice @PoliceShamli @ShamliTraffic pic.twitter.com/qDGTjvrVdY
— PANkaj CHAUhan*JOURNAlist* (@PankajReporter1) October 22, 2022