সাতটা দুই হাজার কুড়ি সালের স্ট্যাম্প গ্রহণ করলে গুগোল পে ব্যবহারকারীরা এ যাবেন একটি স্ক্র্যাচ কার্ড এবং তার সাথে থাকবে উপহার, যার মূল্য ২০২ টাকা থেকে ২,০২০ টাকা।
তবে এতে কিছু শর্ত আছে, গুগোল পে ব্যবহারকারীকে ম্যাক্সিমাম প্রতিদিন পাঁচটি স্টাম্প গ্রহণ করতে হবে, এবং অবশ্যই ৯৮ টাকার বেশি লেনদেন হতে হবে। যারা গুগল পের মাধ্যমে মোবাইলে বিল দেন তাদের অবশ্যই এটি ৩০০ টাকার উপরে টাকার লেনদেন থাকতে হবে। আর মোবাইল টপ-আপ এর ক্ষেত্রে এটি অবশ্যই ৯৮ টাকার বেশি হতে হবে। মোবাইল রিচার্জ এর ক্ষেত্রে অন্তত পাঁচটি স্ট্যাম্প গ্রহণ করতে হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : গ্রাহকদের জন্য ‘২০২০ হ্যাপি নিউ ইয়ার অফার’ নিয়ে এল জিও
গুগল পে তে বন্ধুদেরকে আহবান করতে হবে অর্থাৎ ইনভাইট ফ্রেন্ডস করতে হবে। তাদেরকে এই স্টাম্প উপহার দিতে হবে। ২০২০ নাম্বারটি স্ক্যান করতে হবে। এবং এটি এন্ড্রয়েড ফোনে আপনি একমাত্র করতে পারবেন।