Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতীয়দের জন্য নতুন দুই ফিচার নিয়ে হাজির Google মেসেজ

Google মেসেজে সম্প্রতি যুক্ত করা হয়েছে দুটি নতুন ধরনের ফিচার। তবে এই সমস্ত ফিচারের সুবিধা দেওয়া হবে কেবল ভারতীয় গ্রাহকদের। বিশেষজ্ঞদের মতে এই দুই ফিচার গ্রাহকদের কাছে মেসেজের রাস্তা আরও…

Avatar

By

Google মেসেজে সম্প্রতি যুক্ত করা হয়েছে দুটি নতুন ধরনের ফিচার। তবে এই সমস্ত ফিচারের সুবিধা দেওয়া হবে কেবল ভারতীয় গ্রাহকদের। বিশেষজ্ঞদের মতে এই দুই ফিচার গ্রাহকদের কাছে মেসেজের রাস্তা আরও সহজ করে দেবে। এইবার মাথায় আসতেই পারে কী এমন রয়েছে এই দুই ফিচারে? একটি ফিচারের মাধ্যমে মেসেজ কী ধরনের সেই অনুসারে আলাদা আলাদা ক্যাটাগরিতে স্বয়ংক্রিয় ভাবেই ভাগ হয়ে যাবে। আর অপর ফিচারটি ? অপর ফিচারটির মাধ্যমে OTP সংক্রান্ত সমস্ত মেসেজ ডিলিট হয়ে যাবে ২৪ ঘণ্টার পরেই। এতে মেসেজ স্পেস শেষ হয়ে যাওয়ার কোনও ধরনের বিষয়ই থাকবেনা।

ভারতীয়দের জন্য নতুন দুই ফিচার নিয়ে হাজির Google মেসেজ

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মনে করুন আপনার ফোন নিজে থেকে কোন মেসেজ কী ধরনের তা বুঝে আলাদা আলাদা ক্যাটেগরিতে ভাগ করে দিল, তবে কেমন হবে? যেমন মনে করুন ব্যক্তিগত মেসেজ, ট্র্যানজাকশন বিষয়ক সমস্ত মেসেজ, OTP এমন বেশ কিছু ভাগ। তবে মেসেজ খোঁজার কাজ আরও সহজ হয়ে যাবে। সময়ের সাথে চিন্তা থেকেও মুক্তি দেবে এই উপায়। হ্যাঁ, আপনাকে চিন্তা থেকে মুক্তি দিতেই এমন এক ব্যবস্থা করেছে Google। তবে এটি দুটি বিশেষ ফিচারের একটি।

ভারতীয়দের জন্য নতুন দুই ফিচার নিয়ে হাজির Google মেসেজ

অপর ফিচারটিতে OTP সংক্রান্ত মেসেজ গুলি নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। তবে তা হবে ২৪ ঘণ্টা পরে। সাধারণত ২৪ ঘণ্টার পরে OTP আর কোনও কাজে আসেনা। অন্যদিকে কাজের মধ্যে থেকে সময় করে তা ডিলিট করা হয়। ডিলিটের কথা মনে করে যখন স্পেস শেষ হয়ে যায়। কিন্তু এইবার আর সেই সমস্যা হবেনা। নিজে থেকেই ডিলিট করে দেবে Google এর এই ফিচার। এর ফলে যেমন স্থান ফাঁকা হবে, তেমনই জালিয়াতি থেকে মুক্তি ও পাবেন গ্রাহক।

সম্প্রতি এক ব্লগ পোস্টে এমনটাই জানানো হয়েছে Google এর পক্ষ থেকে। তারা সেই পোস্টেই জানিয়েছেন যে এই দুটি ফিচার কোম্পানি এনেছে কেবল ভারতীয় গ্রাহকদের জন্য। তবে গ্রাহক থেকলে এই ফিচার না ও ব্যবহার করতে পারেন। অর্থাৎ এমন বিকল্প থাকবে। এই ফিচার উপলব্ধ করা হয়েছে অ্যান্ড্রিয়েড ৮ এর ওপরের গ্রাহকদের জন্য। তবে Google এর পক্ষ থেকে জানানো হয়েছে উভয় ফিচারই কোম্পানি প্রদান করছে অত্যন্ত সুরক্ষার কথা মাথায় রেখে। তাদের মতে, এতে গ্রাহকদের সমস্ত তথ্য নিরাপদ থাকবে।

About Author