Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Google Map বলে দেবে কোন রাস্তায় তেল খরচ কম, আসছে নতুন ফিচার

এই সপ্তাহেই শুরু হয়েছে Google এর বার্ষিক ডেভেলপার এর কনফারেন্স। এই ইভেন্ট থেকেই সংস্থার নতুন ভার্সনের ওপর দেখে পর্দা সরানো হয়েছে। তাছাড়াও ঘোষণা করা হয়েছে একাধিক Google এর প্রোডাক্ট সম্পর্কে।…

Avatar

By

এই সপ্তাহেই শুরু হয়েছে Google এর বার্ষিক ডেভেলপার এর কনফারেন্স। এই ইভেন্ট থেকেই সংস্থার নতুন ভার্সনের ওপর দেখে পর্দা সরানো হয়েছে। তাছাড়াও ঘোষণা করা হয়েছে একাধিক Google এর প্রোডাক্ট সম্পর্কে। সেই তালিকায় রয়েছে Google Maps ও। কোম্পানির নেভিগেশন সার্ভিসে যোগ করা হয়েছে বহু নতুন ধরনের ফিচার।

এইবার থেকে স্ট্রিট ম্যাপে আরও অনেক বেশি তথ্য দেখাবে Google এর ম্যাপ। AI ব্যবহার করে Google এর ম্যাপ সঠিক এবং ছোট রাস্তা খুঁজে দেবে। এছাড়াও নতুন ফিচার সাহায্য করবে হুইলচেয়ারে থাকা ব্যক্তিদের। নতুন কোনও স্থানে গেলে লাইভ ভিউ ফিচার ব্যবহার করে সামনে দোকান এবং রেস্তরার তথ্য দেখে নেওয়া সম্ভব হবে। সেখানে কেমন ভিড় থাকে, তাও দেখে নিতে পারবেন গ্রাহকরা। যদিও এখনই এই দেশে এই ফিচার ব্যবহার করা যাবে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নতুন নেভিগেশনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সব থেকে সহজ উপায়ও জানাতে চলেছে Google Map এর নতুন এই পরিষেবা। দিনের শেষে Google Map ই বলে দেবে ডিনার করার জায়গা। এইবার থেকে অনেক অংশে বেশি পার্সোনালাইজড তথ্য প্রদান করবে Google Map। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই এই Map গ্রাহককে বলে দেবে কোন রাস্তা দিয়ে গেলে গ্রাহকের তেলের খরচ কম হবে। তবে বলে চলে যে আগের থেকে অনেক উন্নত হতে চলেছে Google এর এই পরিষেবা।

About Author