Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খুশির খবর ভোডাফোন গ্রাহকদের, টেলিকম সংস্থাটি রিচার্জ প্ল্যানে আনলো বিপুল পরিবর্তন

টেলিকম পরিষেবা জগতে একটি গুরুত্বপূর্ণ নাম হলো ভোডাফোন। এই সংস্থা বিভিন্ন সময়ে গ্রাহকদের সুবিধার্থে যেমন বিভিন্ন প্ল্যান নিয়ে আসে তেমনভাবেই পুরনো কিছু প্ল্যানকেও সংস্করণ করে থাকে। তারা এবার ৯৫ টাকার…

Avatar

টেলিকম পরিষেবা জগতে একটি গুরুত্বপূর্ণ নাম হলো ভোডাফোন। এই সংস্থা বিভিন্ন সময়ে গ্রাহকদের সুবিধার্থে যেমন বিভিন্ন প্ল্যান নিয়ে আসে তেমনভাবেই পুরনো কিছু প্ল্যানকেও সংস্করণ করে থাকে। তারা এবার ৯৫ টাকার প্ল্যানটিকে সংস্করণ করে পুরনো ২৮ দিনের বৈধতার পরিবর্তে ৫৬ দিনের জন্য উপলব্ধ করেছে। প্ল্যানটির অধীনে গ্রাহকেরা পাবেন, ৭৪ টাকা টকটাইম + প্রতি সেকেন্ড লোকাল ও এসটিডি কল ২.৫ পয়সা + ২০০ এমবি ডেটা।

যদিও এই প্ল্যানে আগে ৫০০ এমবি ডেটা পেতেন গ্রাহকেরা তবে বৈধতা বাড়ানোর সাথে সাথে ডেটা সুবিধা কম করা হয়েছে। এই প্রিপেইড প্ল্যানটির মাধ্যমে গ্রাহকেরা তাদের নাম্বারটি ব্যয়বহুল রিচার্জ প্ল্যান ছাড়াই বেশিদিন পর্যন্ত সক্রিয় রাখতে পারবেন। তবে লক্ষণীয় ব্যাপার হলো এই প্ল্যানটি আপাতত কিছু নির্বাচিত সার্কেলের জন্যই উপলব্ধ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়া ভোডাফোনের আরও একটি সস্তার প্ল্যান পাওয়া যাচ্ছে ১২৯ টাকায়। যার মধ্যে পাওয়া যাবে ২ জিবি ডেটা, ৩০০ এসএমএস এবং আনলিমিটেড কল। বৈধতা ২৪ দিন। শুধু তাই নয় আরও কয়েকটি দুর্দান্ত প্ল্যান পাওয়া যাচ্ছে ৩৯, ৪৯ ও ৭৯ টাকায়।

About Author