Today Trending Newsদেশনিউজ

বিশাল টাকা দাম কমলো রান্নার গ্যাসের, জেনে নিন নতুন গ্যাসের দাম

×
Advertisement

লকডাউনের মধ্যে খুশির খবর শোনালো কেন্দ্র। কমলো রান্নার গ্যাসের দাম। লকডাউনের মধ্যে বন্ধ রয়েছে কাজ। ফলে সংসার টানতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত পরিবারের কর্তাদের। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় টান পড়েছে পকেটেও। তবে কেন্দ্র সরকারের এবারের ঘোষণা কিছুটা হলেও স্বস্তি দেবে মধ্যবিত্ত পরিবারের সদস্যদের।

Advertisements
Advertisement

লকডাউনের মধ্যে মধ্যবিত্ত পরিবারের মুখে হাসি ফুটিয়ে এক ধাক্কায় অনেকটাই কমলো রান্নার গ্যাসের দাম। গৃহস্থালির কাজে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম আগে ১৪.২ কেজি সিলিন্ডার প্রতি ছিল ৬৭৪ টাকা ৫০ পয়সা। ভর্তুকি যুক্ত এই গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১৯০ টাকা কমেছে। ফলে এই মুহূর্তে নতুন করে গ্যাস নিতে হলে সিলিন্ডার প্রতি দাম পড়বে ৫৮৪ টাকা ৫০ পয়সা। এক ধাক্কায় প্রায় ২০০ টাকার কাছাকাছি দাম কমায় স্বস্তি ফিরেছে মধ্যবিত্ত পরিবারে।

Advertisements

অবশ্য শুধু গৃহস্থালির কাজে ব্যবহার করা রান্নার গ্যাসই নয়, দাম কমেছে ব্যবসায়িক ভিত্তিতে ব্যবহৃত গ্যাসেরও। কমার্শিয়াল গ্যাসের দাম কমেছে অনেকটাই। এক ধাক্কায় এই গ্যাসের দাম প্রায় ২৫০ টাকারও বেশি কমায় স্বস্তিতে ব্যবসায়ীরাও। জানা গেছে, সিলিন্ডার প্রতি কমার্শিয়াল গ্যাসের দাম সিলিন্ডার প্রতি কমেছে ২৬২ টাকা ৫০ পয়সা। মূলত ব্যবসার কাজে ব্যবহার করা এই কমার্শিয়াল গ্যাসের সিলিন্ডার প্রতি ওজন ১৯ কেজি। এই গ্যাসের জন্য অবশ্য কোন ভর্তুকি দেয় না কেন্দ্র সরকার।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button