ভারতের লক্ষ লক্ষ পেনশনভোগীদের জন্য সুখবর। ভারতের পেনশন নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ পিএফআরডিএ জাতীয় পেনশন স্কিমের অধীনে ন্যূনতম নিশ্চিত রিটার্ন বা মিনিমাম অ্যাশিওর রিটার্ন নামের আরো একটি নতুন পরিকল্পনা নিয়ে আসতে চলেছে। এই মুহূর্তে ভারতের যত পেনশনভোগী রয়েছেন তারা সবাই এই নতুন পরিকল্পনার লাভ ওঠাতে পারবেন। নতুন পেনশন স্কিম আগামী ৩০ সেপ্টেম্বর এর মধ্যে চালু হবার কথা রয়েছে। এই কর্মসূচির আওতায় একটি ন্যূনতম গ্যারেন্টি স্কিম আনার প্ৰস্তুতি নেওয়া হচ্ছে বলে জানাচ্ছেন কেন্দ্রীয় সরকার। এই নতুন প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি বিনিয়োগকারী উপকৃত হতে পারবেন।
জাতীয় পেনশন নিয়ামক সংস্থার চেয়ারপারসন সুপ্রতিম বন্দ্যোপাধ্যায় বলছেন, এখনই আমরা নূন্যতম পেনশন প্রকল্পের পরিকল্পনার জন্য প্রস্তুতি নিতে শুরু করছি। বিনিয়োগকারীদের উপর মুদ্রাস্ফীতি এবং রূপীর অবমূল্যায়নের প্রভাব বুঝতে পারছে কেন্দ্রীয় পেনশন নিয়ামক সংস্থা। ঠিক সেই কারণে একই ভিত্তিতে পেনশনভোগীদের সঠিক রিটার্ন দেওয়ার পরিকল্পনা নিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা। তিনি বলছেন, এই মুহূর্তে এনপিএস একটি ন্যূনতম রিটার্ন স্কিমের উপর কাজ করতে শুরু করেছে, যা বিনিয়োগকারীদের বিপুল পরিমাণে রিটার্ন দিতে পারে। সুপ্রতিম বন্দ্যোপাধ্যায় আরো বলছেন, আগামী ৩০ শে সেপ্টেম্বর থেকে ন্যাশনাল পেনশন স্কিমের অধীনে এই নতুন গ্যারান্টি স্কিম চালু করা হতে পারে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসুপ্রতিম বাবু জানিয়েছেন, গত তেরো বছরে জাতীয় পেনশন প্রকল্প বার্ষিক ১০.২৭ শতাংশের বেশি হারে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে। তিনি বলেছেন, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি থেকে পেনশনভোগীদের রক্ষা করার সমস্ত পরিকল্পনা নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। যাতে এনপিএস বিনিয়োগকারীরা আরো ভালো রিটার্ন পেতে পারেন তার জন্য সব সময় তাদের জন্য চিন্তা করছে কেন্দ্রীয় পেনশন নিয়ামক সংস্থা।