কেন্দ্রের মোদি সরকার ২০২৪ সালের বাজেট পেশ করতে চলেছে খুব শীঘ্রই এবং এই বাজেটে দেশবাসীর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা থাকতে চলেছে বলে জানা যাচ্ছে। দেশের বাজেট মূলত হতে চলেছে ২০২৪ সালের ভোটকেন্দ্রিক। লোকসভা ভোটে যাতে মোদি সরকার ভালো ভোট পেতে পারে সেই জন্য এই বাজেটে সাধারণ মানুষের জন্য বেশ কিছু ঘোষণা থাকবে। এর পরিপ্রেক্ষিতে মোদি সরকার ছাত্র মহিলা বেকার সহ সকল শ্রেণীকে সাহায্য করতে বেশ কিছু প্রকল্প নিয়ে আসতে পারে। মোদি সরকার মূল্যস্ফীতির বোঝা কমানোর জন্য এলপিজি সিলিন্ডার নিয়ে বড় ঘোষণা করতে পারে। রিপোর্টে জানা যাচ্ছে উজ্জ্বলা প্রকল্পের অধীনে দেওয়া ভর্তুকি আরো বৃদ্ধি পেতে পারে। বর্তমানে কোটি কোটি মানুষ এই উজ্জ্বলা প্রকল্পের সুবিধা নিচ্ছেন এবং এই কারণে সরকার ২০২৪ সালের বাজেটে একটা বড় ঘোষণা করতে পারে বলে জানা যাচ্ছে।
দেশের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত চলা বিধানসভা নির্বাচনের পরে গঠিত বিজেপি সরকার এখনো পর্যন্ত তাদের প্রতিশ্রুতি পূরণ করে উঠতে পারেনি। এইজন্য অনেকেই বলছেন মোদি সরকার হয়তো নির্বাচনী গিমিক দিচ্ছেন। সেই তকমা সরানোর জন্য ২০২৪ সালের বাজেটে ভর্তুকি নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিতে পারে সরকার। পারা যাচ্ছে উজ্জ্বলা প্রকল্পে ৫০০ টাকা পর্যন্ত ভর্তুকে পেতে পারেন সাধারণ মানুষ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now২০২৩ সালের আগস্ট মাসে কেন্দ্রীয় সরকার এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়ে ছিল এবং সেই সিদ্ধান্তের পরে ভর্তুকি হয়ে গিয়েছিল ৪০০ টাকা। এমন খবর রয়েছে যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী এবং দরিদ্র পরিবার গুলিকে আরও ভর্তুকি দিতে পারে। মনে করা হচ্ছে ৩০০ টাকা বাড়িয়ে দিতে পারে ভর্তুকির পরিমাণ। যার কারণে তারা নারী ভোট ব্যাংক কাজে লাগাতে পারেন।