সরকারি কর্মচারীদের জন্য দুর্দান্ত সুখবর। এবারে একস্ট্রা ছুটি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। চলতি বছরেই সরকার এক বিজ্ঞপ্তিতে জারি করে, যেখানে ছুটি সংক্রান্ত বিশেষ তথ্য পরিবেশন করা হয়েছে।
এবারে বাড়তি সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা। যেই ছুটি এতদিন সরকারি কর্মচারীরা ভোগ করতেন সেই ছুটির তালিকা (Special Casual Leave) এবারে দীর্ঘ হতে চলেছে। অর্থাৎ, ৩০ দিনের ছুটির সীমা বেড়ে সেটা হতে চলেছে ৪২ দিন! কেন?
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowডিওপিটির তরফে একটি আনুষ্ঠানিক স্মারকলিপি জারি করা হয়, যেখানে পরিষ্কার বলা হয় যে যদি কোনো কেন্দ্রীয় কর্মচারী তার শরীরের কোনো অঙ্গ দান করেন তাহলে তার ছুটির সংখ্যা ৩০ থেকে বেড়ে ৪২ হবে। অর্থাৎ, সমস্ত কেন্দ্রীয় কর্মচারীরা বেশি ছুটি উপভোগ করবেন এমনটা নয়, যারা শরীরের অঙ্গ দান করবেন তারাই পাবেন অতিরিক্ত ছুটি।
DoPT দ্বারা জারি করা সরকারী স্মারকলিপি অনুযায়ী, গোটা বছরে ক্যাজুয়াল ছুটি হিসাবে সর্বাধিক ৩০ দিনের ছুটি মঞ্জুর করা হয়। নতুন নিয়ম অনুযায়ী সেই ৩০ দিনের সীমা বেড়ে ৪২ হচ্ছে। চলতি বছরের ২৫ এপ্রিল, ২০২৩ থেকে কার্যকর হয়েছে এই নিয়ম। সুতরাং, যারা শরীরের অঙ্গ দান করেছেন তাদের জন্য অবশ্যই এই নিয়ম লাঘু হচ্ছে। কোনও কর্মচারী শরীরের কোনও অংশ যদি দান করেন তবে সেটি একটি বড় অস্ত্রোপচার, সেইজন্য তার দরকার অতিরিক্ত বিশ্রাম ও চিকিৎসা। উচিত কারণের জন্যেই ছুটির সীমা বেড়ে ৩০ থেকে ৪২ হয়েছে। কেন্দ্রীয় সরকার তার নিজস্ব প্রয়াসে একটি উদ্যোগ নিয়েছে যেখানে মরণোত্তর অঙ্গ দানের বিষয়ে সচেতনতা গড়ে তুলতে ছুটির সীমা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।