Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কৃষকদের জন্য সুখবর, আগামী মাসে থেকে প্রতিটি কৃষক পাবেন ২ হাজার টাকা

দেশজুড়ে করোনা সংক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে। পরিস্থিতি মোকাবিলায় লকডাউন ঘোষণা করা হয়েছে গোটা দেশে। কিন্তু এই অবস্থায় গরীব শ্রেণির মানুষের কথা মাথায় রেখে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করা হলো কেন্দ্রের তরফ…

Avatar

দেশজুড়ে করোনা সংক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে। পরিস্থিতি মোকাবিলায় লকডাউন ঘোষণা করা হয়েছে গোটা দেশে। কিন্তু এই অবস্থায় গরীব শ্রেণির মানুষের কথা মাথায় রেখে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করা হলো কেন্দ্রের তরফ থেকে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৃহস্পতিবার ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলেন। এই প্যাকেজে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার আওতায় ৮.৭ কোটি কৃষক আগামী এপ্রিল মাসের মধ্যেই ২ হাজার টাকা করে পাবেন।

কৃষকদের জন্য সুখবর, আগামী মাসে থেকে প্রতিটি কৃষক পাবেন ২ হাজার টাকা

তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী কৃষি যোজনার আওতায় কৃষকেরা যে ৬ হাজার টাকা করে পেতেন তার আগাম ২ হাজার টাকা এপ্রিল মাসে  পেয়ে যাবেন প্রতিটি কৃষক। এছাড়া আরও জানান যে কৃষকদের নূন্যতম আয় সুনিশ্চিত করার জন্য সরকার ১৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গোটা দেশে লকডাউনের ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। এই প্রকল্পটির ফলে তাদের অনেকটা সাহায্য হবে বলে আশা করছেন অর্থমন্ত্রী। ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ’ প্রকল্পে ৮০ কোটি বিনামূল্যে চাল-গম পাওয়া মানুষ আরও অতিরিক্ত ৫ কেজি চাল ও গম পাবেন বলে জানা গেছে। শুধু তাই নয় পরবর্তী ৩ মাস ১ কেজি করে ডালও পাবেন তারা। সমস্ত বিষয়ে নজরদারির জন্য খোদ অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি টাস্কফোর্সও গঠন করা হয়েছে।

About Author