কেন্দ্রের এক কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এসে গেল একটা বিরাট বড় সুখবর। মহার্ঘ ভাতা নিয়ে এবারে মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে পারে খুব শীঘ্রই। সূত্র মারফত পাওয়া খবর অনুসারে, এই উৎসবের মরশুমে কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির উপহার দিতে পারে সরকার। উৎসবের মরশুমে কর্মীদের জন্য এই দারুন খবর আনতে চলেছে কেন্দ্র। সবকিছু ঠিকঠাক থাকলে কেন্দ্রীয় সরকার দূর্গা পূজা বা দীপাবলীর আগে মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে। এ বছর ১৫ অক্টোবর থেকে নবরাত্রি শুরু হতে চলেছে এবং ২৪ অক্টোবর হতে চলেছে দশেরা। ১২ নভেম্বর হতে চলেছে দীপাবলি। সবকিছুর মধ্যেই এবারে এই বড় খবর চলে এলো কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী কেন্দ্রীয় সরকার নবরাত্রীর সময় বা এরপরে মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করতে পারে। এমনটা যদি হয় তাহলে দীপাবলীর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাউন্টে বর্ধিত বেতন এবং বকেয়া বেতন আসতে পারে। অর্থাৎ সব ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীরা দারুণ সুবিধা পেতে চলেছেন। এটা হতে চলেছে তাদের জন্য একেবারে দীপাবলি বাম্পার অফারের মতো। এই অর্ধ বছরেও কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে ৪২ শতাংশ থেকে ৪৬ শতাংশ হবে। এমতাবস্থায় খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ায় সুবিধা হবে সকলের।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টি ১ জুলাই ২০২৩ থেকে কার্যকর হবে বলে জানা যাচ্ছে। বর্ধিত মহার্ঘ ভাতা অক্টোবর মাসের বেতনের সাথে পাওয়া যাবে। পাশাপাশি জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসের বকে পাওয়া যাবে। এবারও যদি মহার্ঘভাতা ৪ শতাংশ বৃদ্ধি করা হয় তাহলে একটানা তৃতীয় বারের মতো মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি হবে। তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বার্ষিক ৮০০০ থেকে ২৭ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। আপনাদের জানিয়ে রাখি মহার্ঘ ভাতা বৃদ্ধি মূলত কর্মীদের বেতনের উপরেই গণনা করা হয়।