Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুখবর ক্রেতাদের জন্য, মাত্র ৮ হাজার টাকায় পেয়ে যাবেন এই বাইক

বর্তমানের মূল্যবৃদ্ধির বাজারে কয়েক হাজার টাকা উপার্জন করতে দম ছুটে যাচ্ছে। আর এক্ষেত্রে নিজেদের যাতায়াত ভাড়া বাঁচাতে দুচাকা কেনার ঝোঁক বেড়েছে অনেকটাই। লকডাউনের সময় থেকেই এই প্রবণতা বেড়েছে দ্বিগুণ। আর…

বর্তমানের মূল্যবৃদ্ধির বাজারে কয়েক হাজার টাকা উপার্জন করতে দম ছুটে যাচ্ছে। আর এক্ষেত্রে নিজেদের যাতায়াত ভাড়া বাঁচাতে দুচাকা কেনার ঝোঁক বেড়েছে অনেকটাই। লকডাউনের সময় থেকেই এই প্রবণতা বেড়েছে দ্বিগুণ। আর এখন চার চাকার বড় বড় সংস্থাগুলোও ভাবছে দুচাকার গ্রাহকদের জন্য। এবার তাদের জন্যই সুখবর নিয়ে এলো বাজাজ প্লাটিনা। তবে এবার মাত্র ৮ হাজার টাকা জমা করলেই কিনে ফেলা যাবে একটা আস্ত বাইক।

বাজাজ প্লাটিনা ১১০ এবিএস কেনার সময় কোম্পানিতে ৮ হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই চলবে। ৩ বছর অর্থাৎ ৩৬ মাস ধরেই দেওয়া যাবে বাইকের ইএমআই। বাইকের ইএমআইয়ের জন্য বার্ষিক ৯.৭ শতাংশ সুদের হারেই টাকা কাটবে ব্যাঙ্ক থেকে। মাসে মাসে ২,৪৬৮ টাকা করেই যাবে ইএমআই বাবদ। বাজাজ প্লাটিনা ১১০ এবিএসের জন্য সুদ বাবদ মোট দিতে হবে ৭৬,৮১৯ টাকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাজাজ প্লাটিনা ১১০ এবিএস বাইকের বিবরণ-

বাজাজ প্লাটিনা ১১০ এবিএস বাইকে ১১৫.৪৫ সিসির সিঙ্গেল ইঞ্জিন পাওয়া যাবে। আর এই বাইকের সিঙ্গেল ইঞ্জিনের শক্তি হবে ৮.৬০ বিএইচপি। সর্বোচ্চ ৯.৮১ এনএম টর্ক তৈরি করতে পারবে। এটি একটি গিয়ার বক্সের সাথে যুক্ত থাকবে, যার স্পিড হবে ৫। বাজাজ প্লাটিনা ১১০ এবিএসের প্রতি কিলোমিটারে মাইলেজ হবে ৮৪। গ্রাহকদের প্রত্যাশিত মাইলেজই মিলবে এই বাইকে।

অতএব, যারা এখনো নিজেদের রোজের যাতায়াতের কথা ভেবে বাইক কেনার কথা ভাবছেন, এটি বড় সুযোগ তাদের কাছে। বেশি ভাবনা-চিন্তা না করে মাসে মাসে অল্প কিছু পুঁজির সহযোগিতায় কিনে ফেলুন এই বাইক। মধ্যবিত্তের কথা মাথায় রেখেই বাজাজ নিয়ে এসেছে এই মডেল।

About Author