Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কলকাতার রাস্তায় ‘গোলি মারো’ স্লোগান, গ্রেফতার ৩ বিজেপি কর্মী

রবিবার অমিত শাহের সভা ঘিরে উত্তেজনা ছড়ালো কলকাতায়। বিজেপি কর্মীদের মুখে 'গোলি মারো' স্লোগানকে ঘিরে বিতর্কের মুখে বিজেপি নেতৃত্ব। বিতর্কিত স্লোগানের জেরে ৩ বিজেপি কর্মীকে চিহ্নিত করে গ্রেফতার করেছে কলকাতা…

Avatar

রবিবার অমিত শাহের সভা ঘিরে উত্তেজনা ছড়ালো কলকাতায়। বিজেপি কর্মীদের মুখে ‘গোলি মারো’ স্লোগানকে ঘিরে বিতর্কের মুখে বিজেপি নেতৃত্ব। বিতর্কিত স্লোগানের জেরে ৩ বিজেপি কর্মীকে চিহ্নিত করে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। মামলা রুজু হয়েছে জামিন অযোগ্য ধারায়।

রবিবার শহীদ মিনারে অমিত শাহের সভায় যোগ দিতে আসার পথে ‘গোলি মারো’ স্লোগান শোনা যায় বিজেপি কর্মীদের মুখে। বিজেপি কর্মীদের একটি মিছিল এদিন জহরলাল নেহেরু রোডে এসে পৌঁছালে ‘গোলি মারো’ স্লোগান ওঠে। যার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় রাজনৈতিক তরজা। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে মামলা দায়ের হলে নড়েচড়ে নিউ মার্কেট থানার পুলিশ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলা’য় পরিণত করবে মোদী সরকার

পরে মিছিলের ছবি দেখে নিউ মার্কেট থানা এলাকা থেকে ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। জামিন অযোগ্য ধারায় মামলা করা হয় তাদের বিরুদ্ধে। প্রসঙ্গত, ভারতের জাতীয় রাজধানী নতুন দিল্লিতে বিজেপি নেতাদের প্রকাশ্যে ‘গোলি মারো’ স্লোগান দিতে দেখা গিয়েছিল। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর থেকে শুরু করে বিধায়ক অভয় বর্মা বিজেপির বিভিন্ন নেতা-মন্ত্রীদের এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের জেরেই রাজধানীর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

About Author