বছরে শেষে এই ডিসেম্বর মাস আসা মানেই শুরু হয়ে যাবে বাঙ্গালীদের বিয়ের সিজন। এই বিয়ের মরশুমে সোনা বিক্রি কয়েকগুণ বেড়ে যায় অন্যান্য সময়ের তুলনায়। চলতি মাসে আগের সপ্তাহের শেষ থেকেই ধীরে ধীরে দাম বাড়ছে সোনা ও রুপোর। তবে এই বিয়ের মরশুমে সোনার গয়নার চাহিদা বাড়ে। বাঙালি পরিবারে বিয়ে মানেই অল্প হলেও সবাই সোনা কেনেন। আজ মঙ্গলবার সোনা এবং রুপোর দামে কেমন কোনো হেরফের হয়নি। তবে গতকাল সোমবার সপ্তাহের শুরুতেই সোনার দাম কিছুটা হলেও কমেছিল। আজকে সোনা রুপার সর্বশেষ রেট কত? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
মঙ্গলবার সকাল ১১ টা অনুযায়ী, ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৪,৯৮০ টাকা। ৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৩৯,৮৪০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪৯,৮০০ টাকা। অন্যদিকে, ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,৪৩৩ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৪৩,৪৬৪ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৪,৩৩০ টাকা। এদিন দাম অপরিবর্তিত রয়েছে রুপোরও। আজ ১ কেজি রুপোর দাম রয়েছে ৬৯ হাজার টাকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।