Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Gold rates today: জলের দরে মিলছে সোনা, এই সুযোগ হাতছাড়া করবেন না, জেনে নিন ১০ গ্রামের দাম

ভারতে বিনিয়োগ করার জন্য অনেকেই বিভিন্ন মাধ্যমে টাকা ইনভেস্ট করেন। তবে, সবথেকে বেশি মানুষ যেভাবে বিনিয়োগ করেন, সেটা হলো সোনা। ভারতের বহু মানুষ সোনায় ইনভেস্ট করেন। অনেকে আবার প্রয়োজনে অনেক…

Avatar

ভারতে বিনিয়োগ করার জন্য অনেকেই বিভিন্ন মাধ্যমে টাকা ইনভেস্ট করেন। তবে, সবথেকে বেশি মানুষ যেভাবে বিনিয়োগ করেন, সেটা হলো সোনা। ভারতের বহু মানুষ সোনায় ইনভেস্ট করেন। অনেকে আবার প্রয়োজনে অনেক সময় সোনা কেনেন নিজের অথবা নিজের পরিবারের সদস্যদের জন্য। আপনিও যদি এখন দেশের বাজারে সোনা কেনার কথা ভাবছেন, তবে আপনাদের জানিয়ে রাখি, আপনার জন্য এই সুযোগটি খুবই ভাল। এখন সোনার মার্কেটে ভিড়ও অনেকটাই কম। সেই কারণে এখন সোনার দাম আগের তুলনায় অনেকটাই কম চলছে। বর্ষা মরশুমে মানুষ কমই সোনা কেনেন, সেই কারণে সোনার দামও কমছে ভারতের মার্কেটে। তাই, শীঘ্রই সোনা না কিনলে আপনাকে কিন্তু শেষে আফসোস করতে হবে, কারণ এমন সুযোগ কিন্তু বারবার আসে না।

বুলিয়ন মার্কেট বিশেষজ্ঞদের মতে, আগামী কিছু দিনে সোনার দর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। এর কারণে আপনি আগেই কেনাকাটা করে অর্থ সাশ্রয় করতে পারেন। বাজারে এখন ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের দাম ৫৯ হাজার টাকা মতো চলছে। তাই যদি আপনার আগামীকাল দিনের মধ্যে সোনা কেনার প্রয়োজন হয় তাহলে আজকেই আপনার জন্য সবথেকে ভালো দিন। এখনই বাজারে গিয়ে সোনা কিনলে আপনি পাবেন অনেক টাকার সুবিধা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দেশের বুলিয়ন মার্কেটে IBJA দ্বারা প্রতিদিন রেট জারি করা হয়, যা দেখে আপনি সময়মতো সোনা কিনতে পারবেন। বুলিয়ন বাজারে ২৪ ক্যারেট ভালো মানের সোনার দাম প্রতি ১০ গ্রামে বর্তমান দাম ৫৮,৮৮৮ টাকা। সেই সঙ্গে বাজারে ২২ ক্যারেট সোনার দাম এই মুহূর্তে ৫৪ হাজার ১৫৯ টাকা প্রতি ১০ গ্রাম রেকর্ড করা হয়েছে।

এছাড়াও ১৮ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামের দাম ৪৪,৩৪৪ টাকায় চলছে। একই সময়ে, ১৪ ক্যারেট সোনাও বাজারে সস্তা হয়েছে। এই সোনার বর্তমান দাম প্রতি ১০ গ্রামে মাত্র ৩৪,৫৮৮ টাকা। ৯৯৯ বিশুদ্ধতার এক কেজি রূপা আজ বাজারে ৭১,১৮০ টাকায় বিক্রি হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আর কয়েকদিন পরেই উত্সব মরসুম শুরু হবে, যার মধ্যে দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।

About Author