বিশ্ববাজারে পাশাপাশি এবারে ভারতীয় বাজারে কিছুটা দাম বৃদ্ধি হল সোনার। ভারতীয় এমসিএক্স সূচকে বর্তমানে কলকাতার সোনার দাম প্রতি গ্রামে ৪,৬৯৯ টাকা (২২ ক্যারেট)। এই দাম গতকাল ছিল ৪,৬৮০ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে আজকে সোনা দামি হয়েছে ১৯ টাকা। একইভাবে কিছু টা দামি হয়েছে রূপো। প্রতি গ্রামে রুপো দামি হয়েছে ২০ পয়সা করে। অর্থাৎ, বর্তমানে কলকাতায় রুপোর এক গ্রামের দাম ৬৮.৮০ টাকা।
বর্তমানে কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪,৯৬৯ টাকা। এই দাম গতকাল ছিল ৪,৯৫০ টাকা। ৮ গ্রামে দাম ৩৯,৭৫২ টাকা। ১০ গ্রামের দাম ৪৯,৬৯০ টাকা। এবং ১০০ গ্রামের দাম ৪,৯৬,৯০০ টাকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅন্যদিকে ২২ ক্যারেট সোনার দাম ১ গ্রামে ৪,৬৯৯ টাকা। ৮ গ্রামের দাম ৩৭,৫৯২ টাকা। ১০ গ্রামের দাম ৪৬,৯৯০ টাকা এবং ১০০ গ্রামের দাম ৪,৬৯,৯০০ টাকা। তবে গত বছর আগস্ট মাসে সোনার সর্বোচ্চ দাম রেকর্ড হয়েছিল ১০ গ্রামে ৫৬,২০০ টাকা। সেই নিরিখে দেখতে গেলে এখনো সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬,৫০০ টাকা সস্তায় বিকোচ্ছে।