ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিদেশনিউজরাজ্য

সোনা কেনার সুবর্ণ সুযোগ, সোনা ও রূপার দামে ব্যাপক পতন, এখন এত টাকা দাম হয়েছে

এই দুটি ধাতুর দাম এখন অনেকটাই নিচের দিকে আছে

×
Advertisement

সোনা এবং রূপার দাম প্রতিদিনই ওঠানামা করতে থাকে। সোনার দাম কখনোই একেবারে নির্দিষ্ট জায়গায় স্থির থাকে না। রোজ বাজারের অবস্থা বুঝে এই দাম কম বেশি হয়। আজ আমরা আপনার জন্য সোনা এবং রূপা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য নিয়ে এসেছি। এখন দেশের সর্বত্র মূল্যস্ফীতি অব্যাহত রয়েছে। তা সত্ত্বেও সাধারণ মানুষ কোনো না কোনোভাবে জীবিকা নির্বাহ করছে। এমতাবস্থায়, আপনিও যদি সম্প্রতি আপনার মেয়ের বিয়ে বা নিজের স্ত্রীর জন্য গয়না কেনার কথা ভাবছেন, তাহলে এই খবরটি আপনার জন্য অনেক উপকারী হতে পারে। আজ কিন্তু সোনার দাম অনেকটাই কমেছে বুলিয়ান বাজারে।

Advertisements
Advertisement

Advertisements

আজ বৃহস্পতিবার সোনা ও রূপার দামে বড় ধরনের পতন দেখা গেছে। সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ৩৫০ টাকা। একইভাবে সিলভার কেকের দামে ৩২০০ টাকার পতন দেখা গেছে। বিশ্ব বাজারেও ছবিটা অনেকটা এরকমই।

Advertisements
Advertisement

আপনাকে জানিয়ে রাখি যে, আগামী কয়েক দিনের মধ্যে, সোনা ও রূপো দুটোরই দাম বাড়তে পারে। আদতে বিশ্ব বাজারে, ডলারের সূচক বৃদ্ধি পেয়েছে। এর কারণেই সোনা ও রূপার দাম কমেছে। এই পতনের কারণে, বুধবার রূপার দাম ৭৩,০০০ টাকার নিচে বন্ধ হয়েছে প্রতি কেজি। একই জায়গায়, সোনার দাম দশ গ্রামে ৫৯,৫০০ টাকার নিচে লেনদেন হচ্ছে।

Related Articles

Back to top button